The Snail | William Cowper | Poem | Class 10 | summary | Analysis | বাংলায় অনুবাদ | প্রশ্ন ও উত্তর

The Snail by  William Cowper Class X Bliss  Discussion Explanation Analysis Textual Bengali Translation Questions Answer
The Snail by  William Cowper Class X


The Snail 

William Cowper



The author and the text:

 

William Cowper (1731-1800) was one of the most popular poets of his time. Cowper changed the direction of 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. His famous works include Olney Hymns and The Task. The poem takes us into the private world of a snail, where it is seen to lead a self sufficient life. We are allowed to observe, in minute detail, the small yet self contained world in which a snail lives. 


উইলিয়াম কউপার (১৭৩১-১৮০০) তাঁর সময়ের অন্যতম জনপ্রিয় কবি ছিলেন। কউপার অষ্টাদশ শতাব্দীর প্রকৃতির কবিতার অভিমুখ পরিবর্তন করেছিলেন ইংল্যাণ্ডের গ্রামাঞ্চলের এবং মানুষের প্রতিদিনের জীবন নিয়ে লিখে। তাঁর বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে ওলনি হাইমনস এবং দ্য টাস্ক। কবিতাটি আমাদের শামুকের ব্যক্তিগত জগতে নিয়ে যায়যেখানে এটি স্বনির্ভর জীবনযাপন করতে দেখা যায়। আমাদের কয়েক মিনিটের বিশদে পর্যবেক্ষণ করার অনুমতি দেওয়া হয়যেখানে একটি শামুক বাঁচে একটি ছোট্ট স্বনির্ভর নিজস্ব জগতে।



The Text


To grass, or leaf, or fruit, or wall

ঘাস, বা পাতা, বা ফল বা প্রাচীর

The snail sticks close, nor fears to fall

শামুক কাছাকাছি লেগে থাকে, পড়ে যাওয়ার ভয় পায় না

As if he grew there, house and all,

যেন সে সেখানে বেড়ে ওঠে, বাড়ি এবং সবকিছু,

Together.

একসাথে।

 

Within that house secure he hides

নিরাপদে সেই বাড়ির মধ্যেই সে লুকিয়ে থাকে

When danger imminent betides

বিপদ সংঘটিত হওয়া  যখন আসন্ন

Of storm, or other harm besides

ঝড়-এর, বা অন্য কোনো অতিরিক্ত ক্ষতি

Of weather.

আবহাওয়া এর।

 



Give but his horns the slightest touch,

তার শিঙে সামান্য স্পর্শ করলে,

His self-collecting pow'r is such,

এমনি তাঁর স্ব-সংগ্রহিত ক্ষমতা,

He shrinks into his house with much

সে সম্পূর্ণরূপে তাঁর বাড়িতে সঙ্কুচিত হয়ে যায়

Displeasure.

বিরক্তি।

 

Read More  ->->->->

Father’s Help  Click Here

Fable  Click Here

The Passing Away of Bapu   Click Here

My Own True Family  Click Here

Our Runaway Kite  Click Here

Sea Fever  Click Here

The Cat  Click Here

The Snail   Click Here

Grammar   Click Here

Writing    Click Here

Model Question   Click Here

Madhyamik 2022   Click Here


Where'er he dwells, he dwells alone,

সে যেখানেই থাকে, সেখানে সে একাই থাকে

Except himself has chatells none,

নিজেকে ছাড়া অধিকারভুক্ত দ্রব্যসকল তার নাই 

Well satisfied to be his own

নিজের কাছে যা কিছু, বেশ সন্তুষ্ট

Whole treasure.

পুরো সম্পদ ।

 



Thus, hermit-like, his life he leads,

এইভাবে, নির্জনবাসী সন্ন্যাসীর মতো, তাঁর জীবন সে পরিচালনা করে,

Not partner of his banquet needs,

তার ভোজসভার  সহযোগী প্রয়োজন হ্য় না,

And if he meets one, only feeds

এবং যদি তার একজনের সাথে দেখা হয় তবে কেবল প্রতিপালন করে

The faster.

দ্রুততর

 

Who seeks him must be worse than blind,

যে তাকে অবশ্য পেতে চায় অন্ধের চেয়েও খারাপ হতে হবে,

(He and his house are so combined)

(সে এবং তাঁর বাড়ী এত অবিচ্ছিন্ন)

If, finding it, he fails to find 

যদি,এটি সন্ধান করে, সে খুঁজে পেতে ব্যর্থ হন

Its master.

এর কর্তা।




Comprehension Exercises






1. Choose the correct alternative to complete the following sentences :

 

(a) With the slightest touch, the snail shrinks into its house with

  (i) displeasure

  (ii) pleasure

  (iii) pain

  (iv) surprise

 

 

(b) In its house, the snail lives with

  (i) parents

  (ii) friends

  (iii) relatives

  (iv) no one

 

 

(c) The poet has compared the snail to a

  (i) tree

  (ii) hermit

  (iii)rock

  (iv) blind man

 

 

2. State whether the following statements are true or false. Provide sentences/ phrases/ words in support of your answer:

 

(a) The snail fears to fall from the wall.  False

S.S:- the snail sticks close, nor fears to fall

 

(b)   The snail comes out of his house during a storm.  False

S.S:- when danger imminent betides, Of storm,

 

(c) The snail and his house are inseparable.  True

S.S:- as if he grew there, house and all together.

 


3. Answer the following questions:

 

(a) What does the snail usually stick itself to?

Ans. To grass, or leaf, or fruit, or wall.

 

(b) What makes the snail well-satisfied?

Ans. He dwells alone without any personal belongings.

 

(c) When does the snail feed faster?

Ans. By meeting someone only. 


Do Practice this Story, Questions, and Answers yourself. You will definitely score an excellent result.

Subscribe to and regularly Visit this Website  www.eparasona.com  for getting more updates and keep in touch with this Online Knowledge Hub.

This is an educational tutorial Website.  In this Website, we write blogs that help students to gain information about different subjects. So, everyone and of course all the students who want to enhance their knowledge must subscribe to this Website to keep in touch with this Online Knowledge Hub.

Post a Comment

0 Comments