MCQ Question Answer on Computer Education | Part 10

 

কম্পিউটার হলো একটি মেশিন যা ডাটা প্রক্রিয়া করতে ব্যবহার করা হয়। এটি বিভিন্ন ধরণের কাজ সহজ করেযেমন ডাটা স্টোর করাসাপ্তাহিক হিসাববহন প্রক্রিয়াগণনাডাটা নিউমেরিক্সওয়েব সার্ভার পরিচালনা ইত্যাদি। কম্পিউটারের প্রধান উপাদান হলো হার্ডওয়্যার (কম্পিউটারের ফিজিকাল অংশ) এবং সফটওয়্যার (কম্পিউটারের প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেম)। এটি অনেক বিভিন্ন সংক্ষেপে ব্যবহৃত হয়যেমন পিসিল্যাপটপট্যাবলেটস্মার্টফোন ইত্যাদি। এটি সবসময় নতুন প্রযুক্তিতে উন্নত হয়যা মানুষের জীবনে বিপর্যস্ততার সৃষ্টি করে। কম্পিউটার হলো একটি টেকনোলজি যা তথ্য প্রক্রিয়া করে মানুষের জন্য উপযুক্ত ফলাফল

 উপস্থাপন করে। এটি সংখ্যাগত এবং লজিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে এবং বিভিন্ন উপায়ে ডাটা সংরক্ষণ এবং সংচালনা করে। কম্পিউটার শক্তিশালী অপারেটিং সিস্টেমসফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে কাজ করে এবং আমাদের সাধারণ জীবনে বিভিন্ন কাজে অবিচলিত ভূমিকা পালন করে। এটি বিজ্ঞানশিক্ষাআর্থিক সেবাপরিবহনসামাজিক যোগাযোগ এবং বিনোদনের ক্ষেত্রে সহায়তা করে এবং প্রযুক্তিগত উন্নতি নিশ্চিত করে। 

computer


কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তোমাদের জন্য। এই পোস্টটিতে আমরা কম্পিউটার সম্পর্কিত বাছাইকরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি । এই প্রশ্ন গুলি তোমাদের কম্পিউটার সম্পর্কে কিছু ধারনা তৈরি করতে সাহায্য করবে। ক্লাসের কম্পিউটার পরীক্ষায় এবং বিভিন্য প্রতিযোগিতা পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই আমরা তোমাদেরকে বলব এই কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নিতে।

কম্পিউটার সম্পর্কিত ২০ টি প্রশ্ন এবং উত্তর নিচে  বেশ কয়েকটি পোস্টে দেওয়া হল। 

1. ভারতে কম্পিউটারের যুগ শুরু হয় সালে  ?

উত্তর :- 1955 সালে।

 

2. ল্যাপটপ এবং পামটপ কি ?

উত্তর :- ছোট কম্পিউটার

 

3. RAM এর পূর্নরূপ কি ?

উত্তর :- Random Access Memory

 

4. BIOS কি?

উত্তর:- Basic Input Output System

 

5. ভারতে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি ?

উত্তর :- TIFRAC (Tata Institute of Fundamental Research Automatic Calculator)


6. ভারতে কোথায় এবং কবে প্রথম কম্পিউটার স্থাপন করা হয়েছিল ? ?

উত্তর :- ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কোলকাতা, 1955 সালে 


 

7. IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি ?

উত্তর :- Intel -4004


8. OCR কোন কাজে ব্যবহার করা হয় ?

উত্তর :- চিঠির পিনকোডইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার করা হয়। এটি শুধু দাগই বোঝেনা বিভিন্ন রঙের পার্থক্যও বোঝে।

 

9. ল্যাপটপ বা নোটবুক প্রথম তৈরী করে কোন কোম্পানি ?

উত্তর :- এপসন কম্পানি। (১৯৮১ সালে)

 

10. OMR এর পূর্নরূপ কি ?

উত্তর :- Optical Mark Reader

 

11. কম্পিউটারের ইনপুট ডিভাইস গুলো কি কি ?

উত্তর :- কীবোর্ডমাউসস্ক্যানার, OCR, OMR.

 

12. আউটপুট ডিভাইস গুলো কি কি ?

উত্তর :- মনিটরপ্রিন্টারস্পিকারসিপিইউ

 

13. OCR এর পূর্নরূপ কি ?

উত্তর :- Optical Character Recognition

 

14. প্রথম মাউস তৈরী করেন কে ?

উত্তর :- উইলিয়াম ইংলিশ

 

15. ব্যবহারের জন্য ব্যবহৃত প্রথম বাজারে আসা কম্পিউটার কোনটি ?

উত্তর :- UNIVAC

 

16. RAM কি হিসেবে ব্যবহৃত হয় ?

উত্তর :- কম্পিউটারের অস্থায়ী স্মৃতি

 

17. MICR এর পূর্নরূপ কি ?

উত্তর :- Magnetic ink character recognition

 

18. MICR এর কাজ কি ?

উত্তর :- এর সাহায্যে ব্যাংকের চেক নম্বর লেখা ও পড়া হয়


19. ROM কে কি বলা হয় ?

উত্তর :- কম্পিউটারের স্থায়ী শক্তি


20. OMR কোন কাজে ব্যবহার  করা হয় ?

উত্তর :- এটি পেন্সিল বা কালির দাগ বোঝাতে পারে। নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নজনমত জরিপআদমশুমারীর কাজে ব্যবহৃত হয়।

Post a Comment

0 Comments