A paragraph on 'The Person You Admire Most'
==================================================
----------------------------------------------------------------------
5. Write a paragraph (within 100 words) on 'The Person You Admire Most' using the following points:
Points: The name and the identity of the man -- short description of the person -- his selfless works -- how he inspires you -- the message you receive from his life.
======================================
The Person You Admire Most
The man whom I admired most is not a historical figure. He lives close to our house. He is Sushil Bera, a retired military officer. He is the president of our club. The Kargil war had made him crippled. But disability can not decimate his spirit. His zest for life remains unflagging. He is always engaged in humanitarian works. It is he who inspired the youth of our neighbourhood to do something positive for the ailing humanity. Under his able guidance, we have successfully launched some social drives. We have rendered community service like blood donation, literacy, clean surroundings, financial assistance to the poor students of our people. Now we have an integrated community for which all credit should go to Sushil Bera. I adore him most as he urges us to love life and keep firm faith in humanity.
Words-meaning:
# admired -> প্রশংসা করা
# historical figure -> ঐতিহাসিক ব্যক্তিত্ব
# crippled -> পঙ্গু করা
# disability -> অক্ষমতা
# decimate -> ধ্বংস করা
# zest -> উৎসাহ
# unflagging -> অফুরন্ত
# neighbourhood -> প্রতিবেশী
# ailing humanity -> অসুস্থ মানবতা
# guidance -> পথপ্রদর্শনা
# launched -> চালু করা
# surroundings -> চারপাশ
# financial assistance -> আর্থিক সহায়তা
# integrated community -> সংহত সম্প্রদায়
# credit -> কৃতিত্ব
# adore -> পছন্দ করা
# urges -> আহ্বান জানান
# firm faith -> দৃঢ় বিশ্বাস
বাংলায় অনুবাদঃ
আমি যার খুব বেশি প্রশংসা করি তিনি কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব নয়। তিনি আমাদের বাড়ির কাছেই থাকেন। তিনি হলেন সুশীল বেরা, একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। তিনিই হলেন আমাদের ক্লাবের সভাপতি। কারগিল যুদ্ধ তাকে পঙ্গু করে দিয়েছে। কিন্তু অক্ষমতা তার চেতনা ধ্বংস করতে পারে নি। জীবনের প্রতি আছে তার অফুরন্ত উৎসাহ। তিনি সর্বদা মানবিক কাজে লিপ্ত থাকেন। তিনিই আমাদের প্রতিবেশী যুবকদের অসুস্থ মানবতার জন্য কিছু ইতিবাচক কাজ করতে উদ্বুদ্ধ করেন। তাঁর সক্রিয় পথপ্রদর্শন, আমরা সামাজিক অভিযান সফলভাবে চালু করেছি। আমরা রক্তদান, সাক্ষরতা, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তার মতো কয়েকটি নাগরিক সেবা প্রদান করেছি। এখন আমাদের একটি সংহত সম্প্রদায় রয়েছে যার জন্য সমস্ত কৃতিত্ব সুশীল বেরা এর প্রতি যাওয়া উচিত। তিনি জীবনকে ভালোবাসতে এবং মানবতার প্রতি দৃঢ় বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন বলে আমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করি।
Read More ->->->->
Class Ten Click Here
Class Nine Click Here
Class Eight Click Here
Class Seven Click Here
Class Six Click Here
Class Five Click Here
Grammar Click Here
Writing Click Here
Model Question Click Here
Do Practice these Questions and Answers yourself. You will definitely score an excellent result.
This is an educational tutorial Website. On this Website, We write blogs that help students to gain information about different subjects. So, everyone and of course all the students who want to enhance their knowledge must subscribe to this Website to keep in touch with this Online Knowledge Hub.
0 Comments