MCQ Question Answer on Computer Education | Part 6

 

কম্পিউটার হলো একটি মেশিন যা ডাটা প্রক্রিয়া করতে ব্যবহার করা হয়। এটি বিভিন্ন ধরণের কাজ সহজ করেযেমন ডাটা স্টোর করাসাপ্তাহিক হিসাববহন প্রক্রিয়াগণনাডাটা নিউমেরিক্সওয়েব সার্ভার পরিচালনা ইত্যাদি। কম্পিউটারের প্রধান উপাদান হলো হার্ডওয়্যার (কম্পিউটারের ফিজিকাল অংশ) এবং সফটওয়্যার (কম্পিউটারের প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেম)। এটি অনেক বিভিন্ন সংক্ষেপে

 

ব্যবহৃত হয়যেমন পিসিল্যাপটপট্যাবলেটস্মার্টফোন ইত্যাদি। এটি সবসময় নতুন প্রযুক্তিতে উন্নত হয়যা মানুষের জীবনে বিপর্যস্ততার সৃষ্টি করে। কম্পিউটার হলো একটি টেকনোলজি যা তথ্য প্রক্রিয়া করে মানুষের জন্য উপযুক্ত ফলাফল উপস্থাপন করে। এটি সংখ্যাগত এবং লজিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে এবং বিভিন্ন উপায়ে ডাটা সংরক্ষণ এবং সংচালনা করে। কম্পিউটার শক্তিশালী অপারেটিং সিস্টেমসফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে কাজ করে এবং আমাদের সাধারণ জীবনে বিভিন্ন কাজে অবিচলিত ভূমিকা পালন করে। এটি বিজ্ঞানশিক্ষাআর্থিক সেবাপরিবহনসামাজিক যোগাযোগ এবং বিনোদনের ক্ষেত্রে সহায়তা করে এবং প্রযুক্তিগত উন্নতি নিশ্চিত করে। 

Computer

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তোমাদের জন্য। এই পোস্টটিতে আমরা কম্পিউটার সম্পর্কিত বাছাইকরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি । এই প্রশ্ন গুলি তোমাদের কম্পিউটার সম্পর্কে কিছু ধারনা তৈরি করতে সাহায্য করবে। ক্লাসের কম্পিউটার পরীক্ষায় এবং বিভিন্য প্রতিযোগিতা পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই আমরা তোমাদেরকে বলব এই কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নিতে।

কম্পিউটার সম্পর্কিত ২০ টি প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া হল।  

1. ইউনিক্স ও লিনাক্স বলতে কী বোঝ ?

উত্তর :- বহু ব্যবহার্য অপারেটিং সিস্টেমকেইউনিক্স এবং বহু ব্যবহার্য দ্রুত ক্রিয়াশীল অপারেটিং সিস্টেমকে লিনাক্স বলে।

 

2. কম্পিউটারের প্রকৃত প্রসেসিং এর কাজ কে করে ?

উত্তর :- ALU (অ্যারিথমেটিক লজিক ইউনিট)।

 

3. হার্ড ডিস্ক ড্রাইভ কোনগুলি ?

উত্তর :- C:, D:, E:, F: এই চারটি ড্রাইভ হ’ল হার্ডডিস্ক ড্রাইভ।

 

4. RAM, ROM ? Random Access Memory (Volatile)

উত্তর :- Read Only Memory (Non volatile)

 

5. DOS কাকে বলে ?

উত্তর :- পার্সোনাল কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়তাকে ডিস্ক অপারেটিং সিস্টেম বা DOS বলে।

 

6. কম্পিউটার ভাইরাস (VIRUS) কী ?

উত্তর :- Vital Information Resources Under Seize

 

7. বুটিং কী ?

উত্তর :- কম্পিউটারকেব্যবহারকারীর নির্দেশ গ্রহণ করার উপযোগী গড়ে তোলার প্রক্রিয়াকে বুটিং বলে।


8. ভারতে প্রথম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম কী ?

উত্তর :- TIFRAC (Tata Institute of Fundamental Research Automatic Calculator) ভারতে সর্বপ্রথম কম্পিউটার তৈরি করেছিল। 


9. আইকন ও কারসার কী ?

উত্তর :- কম্পিউটারের ডেস্কটপের উপর কতকগুলি ছোটো ছোটো ছবির মত দেখতে পাওয়া যায়এদের আইকনবলে। ডস প্রম্পটের সামনে ছোটো একটি সাদা হাইফেন (-) এর মত আলো জ্বলতে নিভতে থাকে একে কারসার বলে।

 

10. কম্পিউটারে কী কী ধরণের স্মৃতি ভাণ্ডার থাকে ?

উত্তর :- ফ্লপি ড্রাইভহার্ড ডিক্স ড্রাইভসিডি ড্রাইভ।

 

11 কতগুলি Ms DOS এর নির্দেশকের নাম লেখ।

উত্তর :-  * MD (নতুন ডিরেক্টি তৈরী করতে)

FD (কোন ডিরেক্টরি কে ডিস্ক থেকে মুছে ফেলতে)

CIs (কম্পিউটারে মনিটারের পর্দা পরিষ্কার করতে)

 Del (কোন ফাইলকে ভিক্স থেকে মুছে ফেলতে)

 

12. ফাইল ও ডিরেক্টরি কাকে বলে ?

উত্তর :- নথি বা ডকুমেন্ট যেখানে ধরে রাখা হয় তাকে বলে ফাইল এবং ফাইলগুলিকে যে স্তরে স্তরে সাজানো হয় তাকে ডিরেক্টরি বলে।

 

13. কম্পিউটারের ইনপুট ডিভাইস কী কী ?

উত্তর :- মাউসকী বোর্ডস্ক্যানারওয়েব ক্যামেরা।

 

 উত্তর :- ইনটেল (Intel), এইচ. সি. এল.এ.এম.ডি, ডেল, এইচ পি ।

 

15. কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা বোঝা যায় কিভাবে ?

উত্তর :- * কম্পিউটার বুট করতে গিয়ে বন্ধ হয়ে গেলে।

* নির্দিষ্ট কোনো সফটওয়্যার চলতে চলতে কম্পিউটার বন্ধ হয়ে গেলে।

* কিছু চেনা EXE, COM প্রভৃতি ফাইলের সাইজ বেড়ে গেলে। 

* অ্যান্টি ভাইরাস প্রোগ্রাম চালাতে মেমারি পরীক্ষা আটকে যাচ্ছে ইত্যাদি। 

 

16. কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় ?

উত্তর :- সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট (CPU) কে বলে।

 

17. CPU এর কটি অংশ ?

উত্তর :- তিনটি। এরিথমেটিক লজিক্যাল ইউনিট (ALU), কন্ট্রোল ইউনিট এবং স্টোরেজ বা হার্ডডিক্স।

 

18. কম্পিউটারের আউটপুট ডিভাইস কী কী ?

উত্তর :- প্রিন্টারমণিটরস্পিকার।

 

19. CPU এর কটি অংশ ?

উত্তর :- তিনটি। এরিথমেটিক লজিক্যাল ইউনিট (ALU), কন্ট্রোল ইউনিট এবং স্টোরেজ বা হার্ডডিক্স।

 

20. কয়েকটি ভাইরাসের (VIRUS) উদাহরণ দাও।

উত্তর :- ফাইল ভাইরাসপলিমরফিক ভাইরাসবুট সেক্টর ভাইরাস।

Post a Comment

0 Comments