MCQ Question Answer on Computer Education | Part 8

Computer

কম্পিউটার হলো একটি মেশিন যা ডাটা প্রক্রিয়া করতে ব্যবহার করা হয়। এটি বিভিন্ন ধরণের কাজ সহজ করেযেমন ডাটা স্টোর করাসাপ্তাহিক হিসাববহন প্রক্রিয়াগণনাডাটা নিউমেরিক্সওয়েব সার্ভার পরিচালনা ইত্যাদি। কম্পিউটারের প্রধান উপাদান হলো হার্ডওয়্যার (কম্পিউটারের ফিজিকাল অংশ) এবং সফটওয়্যার (কম্পিউটারের প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেম)। এটি অনেক বিভিন্ন সংক্ষেপে ব্যবহৃত হয়যেমন পিসিল্যাপটপট্যাবলেটস্মার্টফোন ইত্যাদি। এটি সবসময় নতুন প্রযুক্তিতে উন্নত হয়যা মানুষের জীবনে বিপর্যস্ততার সৃষ্টি করে। কম্পিউটার হলো একটি টেকনোলজি যা তথ্য প্রক্রিয়া করে মানুষের জন্য উপযুক্ত ফলাফল উপস্থাপন করে। এটি সংখ্যাগত এবং লজিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে এবং বিভিন্ন উপায়ে ডাটা সংরক্ষণ এবং সংচালনা করে। কম্পিউটার শক্তিশালী অপারেটিং সিস্টেমসফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে কাজ করে এবং আমাদের সাধারণ জীবনে বিভিন্ন কাজে অবিচলিত ভূমিকা পালন করে। এটি বিজ্ঞানশিক্ষাআর্থিক সেবাপরিবহনসামাজিক যোগাযোগ এবং বিনোদনের ক্ষেত্রে সহায়তা করে এবং প্রযুক্তিগত উন্নতি নিশ্চিত করে 

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তোমাদের জন্য। এই পোস্টটিতে আমরা কম্পিউটার সম্পর্কিত বাছাইকরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি । এই প্রশ্ন গুলি তোমাদের কম্পিউটার সম্পর্কে কিছু ধারনা তৈরি করতে সাহায্য করবে। ক্লাসের কম্পিউটার পরীক্ষায় এবং বিভিন্য প্রতিযোগিতা পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই আমরা তোমাদেরকে বলব এই কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নিতে

computer

কম্পিউটার সম্পর্কিত ২০ টি প্রশ্ন এবং উত্তর নিচে  বেশ কয়েকটি পোস্টে দেওয়া হল।  

1. কম্পিউটারে ব্যবহৃত  প্রোগ্রাম সমষ্টিকে কি বলে ?

উত্তর :- সফটওয়্যার

 

2. WWW এর জনক কে ?

উত্তর :- টিম বার্ন্স লি

 

3. কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে ?

উত্তর :- ২টি

 

4. ১ বাইট সমান কত বিট ?

উত্তর :- ৮ বিট

 

5. 3বলতে কি বুঝায় ?

উত্তর :- Third Generation.

 

6. হার্ড ডিস্ক মাপার একক কি ?

উত্তর :- গিগাবাইট

 

7. মডেম কোন কাজে ব্যবহৃত হয় ?

উত্তর :- ইন্টারনেটের সংযোগ মাধ্যম

 

8. ক্যাসপারস্কি কি ?

উত্তর :- একটি এন্টিভাইরাস সফটওয়্যার

 

9. প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ?

উত্তর :- অ্যাডা অগাষ্টা

 

10. E-mail কি ?

উত্তর :- ইলেকট্রনিক ডাকযোগাযোগ মাধ্যম

 

11. এইচটিএমএল  (HTML) কি ?

উত্তর :- প্রোগ্রাম

 

12. 1 কিলোবাইটে বিটের সংখ্যা কত ?

উত্তর :- 1024 বিট

 

13. UNIX কি ?

উত্তর :- একটি অপারেটিং সিস্টেম

 

14. কম্পিউটার বাগ কি ?

উত্তর :- কম্পিউটারের অন্তর্নিহিত ভুল

 

15. যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস মুক্ত করা হয় তাকে কি বলে ?

উত্তর :- এন্টিভাইরাস

 

16. সি ল্যাঙ্গুয়েজের জনক কে ?

উত্তর :- ডেনিস রিচি

 

17.  কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরন করেন ?

উত্তর :- ফ্রেড কোহেন

 

18. কম্পিউটারের স্মৃতি ধারন ক্ষমতা কে কি দিয়ে প্রকাশ করা হয় ?

উত্তর :- বাইট

 

19. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি ?

উত্তর :- FORTRAN

 

20. WWW পূর্নরূপ কি ?

উত্তর :- World Wide Web

 

Post a Comment

0 Comments