MCQ Question Answer on Computer Education | Part 7

 

কম্পিউটার হলো একটি মেশিন যা ডাটা প্রক্রিয়া করতে ব্যবহার করা হয়। এটি বিভিন্ন ধরণের কাজ সহজ করেযেমন ডাটা স্টোর করাসাপ্তাহিক হিসাববহন প্রক্রিয়াগণনাডাটা নিউমেরিক্সওয়েব সার্ভার পরিচালনা ইত্যাদি। কম্পিউটারের প্রধান উপাদান হলো হার্ডওয়্যার (কম্পিউটারের ফিজিকাল অংশ) এবং সফটওয়্যার (কম্পিউটারের প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেম)। এটি অনেক বিভিন্ন সংক্ষেপে ব্যবহৃত হয়যেমন পিসিল্যাপটপট্যাবলেটস্মার্টফোন ইত্যাদি। এটি সবসময় নতুন প্রযুক্তিতে উন্নত হয়যা মানুষের জীবনে বিপর্যস্ততার সৃষ্টি করে। কম্পিউটার হলো একটি টেকনোলজি যা তথ্য প্রক্রিয়া করে মানুষের জন্য উপযুক্ত ফলাফল উপস্থাপন করে। এটি সংখ্যাগত এবং লজিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে এবং বিভিন্ন উপায়ে ডাটা সংরক্ষণ এবং সংচালনা করে। কম্পিউটার শক্তিশালী অপারেটিং সিস্টেমসফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে কাজ করে এবং আমাদের সাধারণ জীবনে বিভিন্ন কাজে অবিচলিত ভূমিকা পালন করে। এটি বিজ্ঞান

Computer
শিক্ষাআর্থিক সেবাপরিবহনসামাজিক যোগাযোগ এবং বিনোদনের ক্ষেত্রে সহায়তা করে এবং প্রযুক্তিগত উন্নতি নিশ্চিত করে। 

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তোমাদের জন্য। এই পোস্টটিতে আমরা কম্পিউটার সম্পর্কিত বাছাইকরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি । এই প্রশ্ন গুলি তোমাদের কম্পিউটার সম্পর্কে কিছু ধারনা তৈরি করতে সাহায্য করবে। ক্লাসের কম্পিউটার পরীক্ষায় এবং বিভিন্য প্রতিযোগিতা পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই আমরা তোমাদেরকে বলব এই কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নিতে।

কম্পিউটার সম্পর্কিত ২০ টি প্রশ্ন এবং উত্তর নিচে  বেশ কয়েকটি পোস্টে দেওয়া হল।  

1. ভারতে কবে থেকে অনলাইন ইন্টারনেট সার্ভিস চালু হয় ?

উত্তর :- ১৯৮৬ সালে

 

2. মেইন ফ্রেম কম্পিউটারের উদাহরণ দাও।

উত্তর :- CRAY, PARAM.CYBER, DECIO, IBM 5390

 

3. কম্পিউটার থেকে কম্পিউটার এর তথ্য আদান প্রধানের প্রযুক্তিকে কি বলে ?

উত্তর :- ইন্টারনেট।

 

4. তখন ফ্লপি ডিস্কের প্রস্থের মাপ কত ছিল ?

উত্তর :- 8 ইঞ্চি

 

5. কম্পিউটারের তথ্য দেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি ?

উত্তর :- কী বোর্ড।

 

6. হার্ডওয়্যার কাকে বলে ?

উত্তর :- কম্পিউটার কয়েকটি যন্ত্রের সমন্বয়ে গঠিত হয়। যে যন্ত্রগুলি দ্বারা আমরা হাতে ধরে কাজ করতে পারিসেই যন্ত্রগুলিকে হার্ডওয়্যার বলে।

 

7. অ্যাবাকাস যন্ত্রটি কোথায় আবিস্কৃত হয়েছিল ?

উত্তর :- চীনে।

   

8. কয়েকটি অপারেটিং সফটওয়্যারের উদাহরণ দাও।

উত্তর :- উইন্ডোজইউনিক্সও.এস.লিনাক্সডস।

 

9. Micro Processor ?

উত্তর :- এটি একটি চিপভিত্তিক যন্ত্রনিজেই পুরোপুরি প্রসেসরের কাজ করে এবং অ্যারিথমেটিক ও লজিক্যাল অপারেশন করতে সক্ষম।

 

10. কম্পিউটার ভাইরাস কি ?

উত্তর :- এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম।

 

11. প্রথম মাইক্রো কম্পিউটার কোনটি ?

উত্তর :- এ্যাপেল।

 

12. সফটওয়্যার কয় প্রকার ?

উত্তর :- দু’প্রকার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারঅপারেটিং সফটওয়্যার।

 

13. পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কি ?

উত্তর :- কৃত্রিম বুদ্ধিমত্তা।

 

14. কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ দাও।

উত্তর :- এম.এস.পেন্টওয়ার্ডকোরেল ড্রপেজমেকার প্রভৃতি।

 

15. বিজয় অভ্র কি ?

উত্তর :- বাংলা লেখার সফটওয়ার।

 

16. সফটওয়্যার কী ?

উত্তর :- কম্পিউটারে হার্ডওয়্যারকে সঠিকভাবে চালাতে প্রয়োজনীয়  বিভিন্ন পদ্ধতিরুটিংপ্রোগ্রামকে সফটওয়্যার বলে।

 

17. কত সালে প্রথম কম্পিউটার নেটওয়র্ক চালু হয় ?

উত্তর :- ১৯৭৯ সালে

 

18. ফ্লপি ড্রাইভ কবে চালু হয় ?

উত্তর :- 1970 সালে IBM চালু হয়।


19. ২০০৭ সালের জানুয়ারি মাসে মাইক্রোসফট যে নতুন অপারেটিং সিস্টেম বাজারে আনলতার নাম কী ?

উত্তর :- উইন্ডোজ ভিস্টা।


20. মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন কি ?

উত্তর :- Bing

 

Post a Comment

0 Comments