কম্পিউটার হলো একটি মেশিন যা ডাটা প্রক্রিয়া করতে ব্যবহার করা হয়। এটি বিভিন্ন ধরণের কাজ সহজ করে, যেমন ডাটা স্টোর করা, সাপ্তাহিক হিসাববহন প্রক্রিয়া, গণনা, ডাটা নিউমেরিক্স, ওয়েব সার্ভার পরিচালনা ইত্যাদি। কম্পিউটারের প্রধান উপাদান হলো হার্ডওয়্যার (কম্পিউটারের ফিজিকাল অংশ) এবং সফটওয়্যার (কম্পিউটারের প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেম)। এটি ব্যবহৃত হয়, যেমন পিসি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি। কম্পিউটার হলো এমন একটি টেকনোলজি যা তথ্য প্রক্রিয়া করে মানুষের জন্য উপযুক্ত ফলাফল উপস্থাপন করে। এটি সংখ্যাগত এবং লজিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে এবং বিভিন্ন উপায়ে ডাটা সংরক্ষণ এবং সঞ্চালন করে। কম্পিউটার শক্তিশালী অপারেটিং সিস্টেম, সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে কাজ করে এবং আমাদের সাধারণ জীবনে বিভিন্ন কাজে অবিচলিত ভূমিকা পালন করে। এটি বিজ্ঞান, শিক্ষা, আর্থিক সেবা, পরিবহন, সামাজিক যোগাযোগ এবং বিনোদনের ক্ষেত্রে সহায়তা করে এবং প্রযুক্তিগত ভাবে আমাদের উন্নতি নিশ্চিত করে।
➤➤➤➤➤➤➤➤
কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তোমাদের জন্য। এই পোস্টটিতে আমরা কম্পিউটার সম্পর্কিত বাছাইকরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি । এই প্রশ্ন গুলি তোমাদের কম্পিউটার সম্পর্কে কিছু ধারনা তৈরি করতে সাহাযয করবে। ক্লাসের কম্পিউটার পরীক্ষায় এবং বিভিন্য প্রতিযোগিতা পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই আমরা তোমাদেরকে বলব এই পোস্টটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নিতে।
কম্পিউটার সম্পর্কিত ২০ টি প্রশ্ন এবং উত্তর নিচে বেশ কয়েকটি পোস্টে দেওয়া হল।
1. কম্পিউটার বিজ্ঞানে FAX কথার অর্থ কী ?
উত্তর :- ফ্যাসিমাইল (Facsimile)
2. বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর :- যুক্তরাষ্ট্রের আটলান্টায়
3. EPROM কী ?
উত্তর :- Erasable Programmable Read Only Memory.
4. সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কে কি বলে ?
উত্তর :- সুপার কম্পিউটার
5. ফলস অ্যালার্ম কী ?
উত্তর :- কখনোও কিছু পুরোনো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ভুল করে ভালো প্রোগ্রামকেও ভাইরাস এফেক্টেডবলে সংকেত দেয় একে ফলস্ অ্যালার্ম বলে
6. নন ইমপ্যাক্ট প্রিন্টার কী ?
উত্তর :- ইঙ্কজেট প্রিন্টার এবং লেজার প্রিন্টারকে বলা হয় নন-ইমপ্যাক্ট প্রিন্টার
7. মোডেম কী ?
উত্তর :- কম্পিউটার টেলিফোন লাইনের মাধ্যমে তথ্য আদান প্রদানের মাধ্যম হল মোডেম ইমেল, ইন্টারনেট থেকে শুরু করে সমস্ত যোগাযোগ রক্ষা করে এই মোডেম মোডেম কথাটি ম্যুলেটার, ডি, ম্যুলেটারের সংক্ষিপ্ত রূপ
8. সাউন্ড কার্ড কি ?
উত্তর :- কম্পিউটারের সাউন্ডসিস্টেমকে উন্নতার জন্য যে যন্ত্রাংশ ব্যবহার করা হয়, তাকে সাউন্ড কার্ড বলে সাউন্ড কার্ডের স্যাম্পিং সাইজ ও স্যাম্পিং রেটের ওপর নির্ভর করে কম্পিউটারে কত ভালো সাউন্ড সিস্টেম পাওয়া যাবে
9. কেবল মোডেম কী ?
উত্তর :- কেবল টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে যে মোডেম কাজ করে, তাকে কেবল মোডেম বলে
10. ফুল ডুপ্লে সাউন্ড কার্ড কী ?
উত্তর :- এটি একটি যন্ত্রাংশ, যেটি কম্পিউটারে ব্যবহার করলে একসঙ্গে শােনা ও বলার কাজ করা যায় এটি সবচেয়ে বেশি কাজে লাগে ইন্টারনেটে কথাবার্তা বলার সময়
11. মোডেম কয় প্রকার ?
উত্তর :- ডেক্সটপ মোডেম,পোর্টেবল মোডেম এবং ইন্টারন্যাল মোডেম
12. স্ক্যানারের রেজলিউশন কেমন হয় ?
উত্তর :- 600 x 1200 dpi, 300 dpi প্রভৃতি
13. মাইক্রো কম্পিউটারকে কি বলে ?
উত্তর :- PC (personal computer)
14. dpi সম্পূর্ণ নাম ?
উত্তর :- dot per inch .
15. মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় কত সালে ?
উত্তর :- ১৯৭১ সালে
16. প্রিন্টার স্পিড় কীভাবে মাপা হয় ?
উত্তর :- Page per minute (PPM) / Character per seconds (CPS).
17. e mail এর e শব্দের অর্থ কী ?
উত্তর :- ইলেকট্রনিক (Electronic)
18. কত সালে পেন্টিয়াম প্রসেসরর চালু হয় ?
উত্তর :- 1993 সালে
19. IBM কোম্পানীকে কি নামে ডাকা হয় ?
উত্তর :- বিগব্লু
20. পেন্টিয়াম প্রসেসরের গতি কত ?
উত্তর :- 75-450 মেগাহার্জ
0 Comments