কম্পিউটার হলো একটি মেশিন যা ডাটা প্রক্রিয়া করতে ব্যবহার করা হয়। এটি বিভিন্ন ধরণের কাজ সহজ করে, যেমন ডাটা স্টোর করা, সাপ্তাহিক হিসাববহন প্রক্রিয়া, গণনা, ডাটা নিউমেরিক্স, ওয়েব সার্ভার পরিচালনা ইত্যাদি। কম্পিউটারের প্রধান উপাদান হলো হার্ডওয়্যার (কম্পিউটারের ফিজিকাল অংশ) এবং সফটওয়্যার (কম্পিউটারের প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেম)। এটি ব্যবহৃত হয়, যেমন পিসি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি। কম্পিউটার হলো এমন একটি টেকনোলজি যা তথ্য প্রক্রিয়া করে মানুষের জন্য উপযুক্ত ফলাফল উপস্থাপন করে। এটি সংখ্যাগত এবং লজিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে এবং বিভিন্ন উপায়ে ডাটা সংরক্ষণ এবং সঞ্চালন করে। কম্পিউটার শক্তিশালী অপারেটিং সিস্টেম, সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে কাজ করে এবং আমাদের সাধারণ জীবনে বিভিন্ন কাজে অবিচলিত ভূমিকা পালন করে। এটি বিজ্ঞান, শিক্ষা, আর্থিক সেবা, পরিবহন, সামাজিক যোগাযোগ এবং বিনোদনের ক্ষেত্রে সহায়তা করে এবং প্রযুক্তিগত ভাবে আমাদের উন্নতি নিশ্চিত করে।
কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তোমাদের জন্য। এই পোস্টটিতে আমরা কম্পিউটার সম্পর্কিত বাছাইকরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি । এই প্রশ্ন গুলি তোমাদের কম্পিউটার সম্পর্কে কিছু ধারনা তৈরি করতে সাহাযয করবে। ক্লাসের কম্পিউটার পরীক্ষায় এবং বিভিন্য প্রতিযোগিতা পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই আমরা তোমাদেরকে বলব এই পোস্টটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নিতে।
কম্পিউটার সম্পর্কিত ২০ টি প্রশ্ন এবং উত্তর নিচে বেশ কয়েকটি পোস্টে দেওয়া হল।
1. হার্ডডিস্ক মাপার এককের নাম কী ?
উত্তর :- Giga Byte
2. DTP সফটওয়ার কী কী ?
উত্তর :- পেজমেকার, ফটোশপ, কোরেল ড্র, কোয়ার্ক এক্সপ্রেস ইত্যাদি
3. অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ কী ?
উত্তর :- গাণিতিক বিষয়ের সমস্যা সমাধান করা
4. Terminal কী ?
উত্তর :- এটি একটি যন্ত্র বা পয়েন্ট যেখান থেকে কম্পিউটারের যোগাযোগ স্থাপন করা হয়
5. Queue কী ?
উত্তর :- কম্পিউটার সিস্টেমে সার্ভিসের অপেক্ষারত একটি লাইন বা দলবদ্ধ আইটেম
6. তড়িৎ যান্ত্রিক দশমিক পদ্ধতি কম্পিউটার কে তৈরি করেছিলেন ?
উত্তর :- হাওয়ার্ড একেন
7. Nibble কী ?
উত্তর :- চারটি Bit এর সমন্বয়কে Nibble বলে
8. পেন্টিয়াম 586 কী ?
উত্তর :- নতুন জেনারেশনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
9. Word কী ?
উত্তর :- দুই বা দুই এর বেশী Byte এর সমন্বয় হ’ল Word
10. ই কমার্সে ভারতের স্থান কত তম ?
উত্তর :- 17 তম
11. ব্লেই পাস্কেলের যন্ত্রের কাজ কী ?
উত্তর :- যোগ ও বিয়োগ করতে সাহায্য করে
12. Byte কী ?
উত্তর :- আটটি Bit এর সমন্বয়কে Byte বলে
13. বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কোনটি ?
উত্তর :- ইনিয়াক
14. ভিডিও কার্ড কী ?
উত্তর :- ভিডিও কার্ভ হ'ল এক্সপেনশন কার্ড
15. Bit কী ?
উত্তর :- কম্পিউটারের বেসিকইউনিট এর দুটি ভ্যালু এক এবং শূন্য
16. কমপাইলারের কাজ কী ?
উত্তর :- প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করা
17. Track কী ?
উত্তর :- স্টারেজ মাধ্যমের বাস্তবপথ যেখানে Data সেভ করা হয়
18. কম্পিউটারের ভাষায় WRITE কী ?
উত্তর :- টেক্সট এডিটিং করা
19. কম্পিউটারে মেমরি স্পীড কোন্ এককে মাপা হয় ?
উত্তর :- মেগাহাজ
20. মনিটরের কাজ কী ?
উত্তর :- লেখা ও ছবি দেখানো
0 Comments