MCQ Question Answer on Computer Education | Part 3

 


কম্পিউটার হলো একটি মেশিন যা ডাটা প্রক্রিয়া করতে ব্যবহার করা হয়। এটি বিভিন্ন ধরণের কাজ সহজ করে, যেমন ডাটা স্টোর করা, সাপ্তাহিক হিসাববহন প্রক্রিয়া, গণনা, ডাটা নিউমেরিক্স, ওয়েব সার্ভার পরিচালনা ইত্যাদি। কম্পিউটারের প্রধান উপাদান হলো হার্ডওয়্যার (কম্পিউটারের ফিজিকাল অংশ) এবং সফটওয়্যার (কম্পিউটারের প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেম)। এটি ব্যবহৃত হয়, যেমন পিসি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি। কম্পিউটার হলো এমন একটি টেকনোলজি যা তথ্য প্রক্রিয়া করে মানুষের জন্য উপযুক্ত ফলাফল উপস্থাপন করে। এটি সংখ্যাগত এবং লজিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে এবং বিভিন্ন উপায়ে ডাটা সংরক্ষণ এবং সঞ্চালন করে। কম্পিউটার শক্তিশালী অপারেটিং সিস্টেম, সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে কাজ করে এবং আমাদের সাধারণ জীবনে বিভিন্ন কাজে অবিচলিত ভূমিকা পালন করে। এটি বিজ্ঞান, শিক্ষা, আর্থিক সেবা, পরিবহন, সামাজিক যোগাযোগ এবং বিনোদনের ক্ষেত্রে সহায়তা করে এবং প্রযুক্তিগত ভাবে আমাদের উন্নতি নিশ্চিত করে।

********

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তোমাদের জন্য। এই পোস্টটিতে আমরা কম্পিউটার সম্পর্কিত বাছাইকরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি । এই প্রশ্ন গুলি তোমাদের কম্পিউটার সম্পর্কে কিছু ধারনা তৈরি করতে সাহাযয করবে। ক্লাসের কম্পিউটার পরীক্ষায় এবং বিভিন্য প্রতিযোগিতা পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই আমরা তোমাদেরকে বলব এই পোস্টটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নিতে।

  

কম্পিউটার সম্পর্কিত ২০ টি প্রশ্ন এবং উত্তর নিচে  বেশ কয়েকটি পোস্টে দেওয়া হল।

 

1.  ওয়েবসাইট তৈরি করতে ওয়েবসাইটে কোন ভাষা ব্যবহার করা হয় ?

উত্তর :- HTML

 

2. প্রথম আধুনিক পরবর্তী কম্পিউটার ভাষা কী ?

উত্তর :- কোবল

 

3.  Object Oriented Programming Language কোটি ?

উত্তর :- C++

 

4.  কোন দুটি অবজেক্টর মধ্যে সংযোগ স্থাপনকে কি বলে ?

উত্তর :- হাইপারলিঙ্ক

 

5.  PARAM কী ?

উত্তর :- ভারতীয় দেশীয় সুপার কম্পিউটার

 

6.  ফ্রি হোস্টিং ওয়েবসাইট কী ?

উত্তর :- www.geocities.com

 

7.  মাইক্রো কম্পিউটার কাকে বলে ?

উত্তর :- চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রো প্রসেসার ব্যবহার করা হয় এই জাতীয় কম্পিউটারকে মাইক্রো কম্পিউটার বলে ।

 

8.  C2 ট্রানজাকশনের একটি উদাহরণ দাও

উত্তর :- ইলেকট্রিসিটি বিল জমা দেওয়া

 

9.  হার্ডডিস্ক পরিমাপের একক কী ?

উত্তর :- জিগাবাইট

 

10.  কম্পিউটারের কয়েকটি উচ্চস্তরীয় ভাষার নাম লেখ ?

উত্তর :-  Fortran, Basic, C, C ++, C #, Cobol, Java ইত্যাদি

 

11.  দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে ?

উত্তর :- 0 থেকে 9 পর্যন্ত এই দশটি অক্ষর সাহায্যে যে সংখ্যাপদ্ধতি গঠিত, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে

 

12.  Frequency র একক কী ?

উত্তর :- হার্জ

 

13.  ইন্টারনেটের গঠন প্রণালী, কার্যপ্রণালী ও নিয়মকানুন তৈরি করা কার কাজ ?

উত্তর :- ISO' র কাজ

 

14. Windows কী ?

উত্তর :- এক বহু কর্মমুখী পরিচালনা পদ্ধতি

 

15.  Key বোর্ডের প্রত্যেক ক্যারেক্টার কী নিয়ে তৈরি ?

উত্তর :-  প্রতিটি ক্যারেক্টার আটটি বিট (0) দিয়ে তৈরি 1 ক্যারেক্টার = 8 বিট

16.  ডেটা মডেল সাধারণত ক’ধরনের হয় ও কী কী ?

উত্তর :- ইহা 3 ধরনের : হায়ার্কিকাল (Hiebarchical), নেটওয়ার্ক (Network) ও রিলেশনাল (Relational)

 

17.  শম্বুক বার্তা বা, Snail Mail কাকে বলে ?

উত্তর :-  ইমেইল বা, ইলেক্ট্রনিক মেইল (e mail)

 

18.  www বা, World Wide Web নামে সারা বিশ্বকে পরিচিত করায় কোন গবেষণা সংস্থা ও কত সালে ?

উত্তর :- ‘ CERN ' নামক গবেষণা সংস্থা, 1989 সালে

 

19.  ' ড্রাগ অ্যান্ড ড্রপ ’ (Drag and drop) অপারেশন কম্পিউটারে কার সাহায্যে করা হয় ?

উত্তর :- মাউসের সাহায্যে

 

20.  SQL এর সম্পূর্ণ নাম কী ?

উত্তর :- Structured Query Language .

 

Post a Comment

0 Comments