Basic MCQ Questions on Computer Education
কম্পিউটার হলো একটি মেশিন যা ডাটা প্রক্রিয়া করতে ব্যবহার করা হয়। এটি বিভিন্ন ধরণের কাজ সহজ করে, যেমন ডাটা স্টোর করা, সাপ্তাহিক হিসাববহন প্রক্রিয়া, গণনা, ডাটা নিউমেরিক্স, ওয়েব সার্ভার পরিচালনা ইত্যাদি। কম্পিউটারের প্রধান উপাদান হলো হার্ডওয়্যার (কম্পিউটারের ফিজিকাল অংশ) এবং সফটওয়্যার (কম্পিউটারের প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেম)। এটি ব্যবহৃত হয়, যেমন পিসি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি। কম্পিউটার হলো এমন একটি টেকনোলজি যা তথ্য প্রক্রিয়া করে মানুষের জন্য উপযুক্ত ফলাফল উপস্থাপন করে। এটি সংখ্যাগত এবং লজিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে এবং বিভিন্ন উপায়ে ডাটা সংরক্ষণ এবং সঞ্চালন করে। কম্পিউটার শক্তিশালী অপারেটিং সিস্টেম, সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে কাজ করে এবং আমাদের সাধারণ জীবনে বিভিন্ন কাজে অবিচলিত ভূমিকা পালন করে। এটি বিজ্ঞান, শিক্ষা, আর্থিক সেবা, পরিবহন, সামাজিক যোগাযোগ এবং বিনোদনের ক্ষেত্রে সহায়তা করে এবং প্রযুক্তিগত ভাবে আমাদের উন্নতি নিশ্চিত করে।
কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তোমাদের জন্য। এই পোস্টটিতে আমরা কম্পিউটার সম্পর্কিত বাছাইকরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি । এই প্রশ্ন গুলি তোমাদের কম্পিউটার সম্পর্কে কিছু ধারনা তৈরি করতে সাহাযয করবে। ক্লাসের কম্পিউটার পরীক্ষায় এবং বিভিন্য প্রতিযোগিতা পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই আমরা তোমাদেরকে বলব এই পোস্টটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নিতে।
কম্পিউটার সম্পর্কিত ২০ টি প্রশ্ন এবং উত্তর নিচে বেশ কয়েকটি পোস্টে দেওয়া হল।
1. ‘ DML' এর পুরো নাম কী ?
উত্তর :- Data Manipulation Language
2. কম্পিউটারের মাধ্যমে কোনো নির্দিষ্ট কাজ করতে যে সুনির্দিষ্ট নির্দেশ পাঠানো হয়, তাকে কী বলে ?
উত্তর :- প্রোগ্রাম
3. ANSI এর পুরো নাম কী ?
উত্তর :- American National Standard Institute .
4. Access কী ধরনের সফটওয়্যারের উদাহরণ ?
উত্তর :- DBMS
5. প্রোটোকল (Protocol) কী ?
উত্তর :- নেওয়ার্ক কাজ করার বিভিন্ন নিয়ম
6. Twistea Pair তার সেকেন্ডে কত মেগাবাইট গতিতে তথ্য বহন করতে পারে ?
উত্তর :- 16 থেকে 100 মেগাবাইট
7. একটি রাজ্য বা দেশের মধ্যে অবস্থিত নেটওয়ার্ক সিস্টেমের উদাহরণ কী ?
উত্তর :- WAN
8. 'bps’ এর পুরো নাম কী ?
উত্তর :- bits per second.
9. কম্পিউটারের ‘ মেমরি ’ বলতে কাকে বোঝায় ?
উত্তর :- RAM (Random Access Memory)
10. ' ISO'-এর পুরো নাম কী ?
উত্তর :- International Standards Organization
11. ' MOD ’ র পুরো নাম কী ?
উত্তর :- Megneto Optical Disk.
12. ট্রান্সমিটারের কাজ কী ?
উত্তর :- উপাত্ত (Data) পাঠানো
13. SMTP পুরো নাম কী ?
উত্তর :- Simple Mail Transfer Protocol.
14. Unix ও Linux কী ?
উত্তর :- বহু ব্যবহারোপযোগী চালন পদ্ধতি
15. হার্ডড্রাইভের সংরক্ষণ ক্ষমতা কত ?
উত্তর :- 10 জিগাবাইট থেকে 17 জিগাবাইট
16. MAR এর পুরো নাম কী ?
উত্তর :- Memory Address Register.
17. ADPCM এর পুরো নাম কী ?
উত্তর :- Adoptive Differential Pulse Code Modulation
18. কম্পাইলার ও অ্যাসেম্বরের মধ্যে কে দ্রুত গতিতে কাজ করে ?
উত্তর :- কম্পাইলার
19. ' ID ’ র পুরো নাম কী ?
উত্তর :- Instruction Decodor.
20. 'FFT’-এর পুরো নাম কী ?
উত্তর :- Fast Fourier Transfer.
0 Comments