MCQ Question Answer on Computer Education | Part 1

 
MCQ Question Answer on Computer Education


কমিপউটার সম্পর্কে জিকে প্রশ্ন উত্তর | 

Basic MCQ Questions on Computer Education


কম্পিউটার হলো একটি মেশিন যা ডাটা প্রক্রিয়া করতে ব্যবহার করা হয়। এটি বিভিন্ন ধরণের কাজ সহজ করেযেমন ডাটা স্টোর করাসাপ্তাহিক হিসাববহন প্রক্রিয়াগণনাডাটা নিউমেরিক্সওয়েব সার্ভার পরিচালনা ইত্যাদি। কম্পিউটারের প্রধান উপাদান হলো হার্ডওয়্যার (কম্পিউটারের ফিজিকাল অংশ) এবং সফটওয়্যার (কম্পিউটারের প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেম)। এটি ব্যবহৃত হয়যেমন পিসিল্যাপটপট্যাবলেটস্মার্টফোন ইত্যাদি। কম্পিউটার হলো এমন একটি টেকনোলজি যা তথ্য প্রক্রিয়া করে মানুষের জন্য উপযুক্ত ফলাফল উপস্থাপন করে। এটি সংখ্যাগত এবং লজিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে এবং বিভিন্ন উপায়ে ডাটা সংরক্ষণ এবং সঞ্চালন করে। কম্পিউটার শক্তিশালী অপারেটিং সিস্টেমসফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে কাজ করে এবং আমাদের সাধারণ জীবনে বিভিন্ন কাজে অবিচলিত ভূমিকা পালন করে। এটি বিজ্ঞানশিক্ষাআর্থিক সেবাপরিবহনসামাজিক যোগাযোগ এবং বিনোদনের ক্ষেত্রে সহায়তা করে এবং প্রযুক্তিগত ভাবে আমাদের উন্নতি নিশ্চিত করে।

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তোমাদের জন্য। এই পোস্টটিতে আমরা কম্পিউটার সম্পর্কিত বাছাইকরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি । এই প্রশ্ন গুলি তোমাদের কম্পিউটার সম্পর্কে কিছু ধারনা তৈরি করতে সাহাযয করবে। ক্লাসের কম্পিউটার পরীক্ষায় এবং বিভিন্য প্রতিযোগিতা পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই আমরা তোমাদেরকে বলব এই পোস্টটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নিতে।

কম্পিউটার সম্পর্কিত ২০ টি প্রশ্ন এবং উত্তর নিচে  বেশ কয়েকটি পোস্টে দেওয়া হল। 

 

1.  ' HDD ’ র পুরো নাম কী ?

উত্তর :- Hard Disk Drive.

 

2.  কোন কোম্পানি সর্বপ্রথম হার্ডডিস্ক তৈরী করেন ?

উত্তর :-  আই. বি. এম.

 

3.  অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ কী ?

উত্তর :- লেখাছবি আঁকা থেকে অ্যাকাউন্ট সংক্রান্ত জটিল হিসাব পর্যন্ত করা

 

4.  অপারেটিং সিস্টেমের কাজ কী ?

উত্তর :- কম্পিউটার চালানোয় সাহায্য করা

 

5.  ' OS ’ এর পুরো নাম কী ?

উত্তর :- Operating System.


6.  কম্পিউটারে বিভিন্ন চরিত্রের কাজ পরিচালনার জন্য সাধারণত কোন সফটওয়্যার ব্যবহৃত হয় ?

উত্তর :- উইন্ডোজ

 

7.  ট্রান্সমিটারের কাজ কী ?

উত্তর :- তথ্য প্রেরণ করা

 

8.  কম্পিউটারের ভাষায় 0 ও 1 অঙ্কদু'টিকে কী বলে ?

উত্তর :- বিট (Bit বা, Binary digit)

 

9.  একটি অক্ষর বা চিহ্নের জন্য যে ক’টি বিট লাগে তাকে কী বলে ?

উত্তর :- বাইট (Byte)

 

10.  আজকাল সাধারণত কম্পিউটারে কোন সংকেত পদ্ধতি ব্যবহৃত হয় ?

উত্তর :- অ্যাসকাই (এর সাহায্যে মোট 128 টি বিভিন্ন চিহ্ন বোঝানো সম্ভব)

 

11.  http র সম্পূর্ণ নাম কী ?

উত্তর :- HyperText Transfer Protocol.

 

12.  সফটওয়্যার কত ধরনের আছে ও কী কী ?

উত্তর :- মূলত দু'ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও অপারেটিং ও সিস্টেম সফটওয়্যার


13.  আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয় ?

উত্তর :-  চার্লস ব্যাবেসকে

 

14. কত সালে প্রথম হার্ডডিস্ক তৈরী হয় ?

উত্তর :-  1956 সালে

 

15.  কম্পিউটারের স্মৃতি কয় প্রকারের ?

উত্তর :-  দুই প্রকারের

 

16.  কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গের নাম কি ?

উত্তর :-  হার্ডওয়ার এবং সফটওয়ার

Post a Comment

0 Comments