Tense-Discussion-in-Bangla-with-Example | উদাহরণ সহ সম্পূর্ণ আলোচনা
======================================================
TENSE
ক্রিয়ার কাল
বাংলায় ক্রিয়ার কাল বলতে যা বোঝায় ইংরেজিতে তাকেই Tense বলে। ইংরেজী শেখার জন্য Tense-এর পরিষ্কার ধারণা থাকা খুবই প্রয়োজন।কিন্তু তার আগে ‘Verb (বা ক্রিয়া) সম্বন্ধে স্বচ্ছ জ্ঞান থাকা দরকার।ইংরেজীতে যে আটটি Parts of Speech (Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction, Interjection) আছে তার মধ্যে অন্যতম হল Verb। Verb কথাটি এসেছে Latin শব্দ ‘Verbum’ থেকে, যার অর্থ হল ‘Word’ বা ‘কথা।
এখন প্রশ্ন হল Verb কাকে বলে। Verb হল এমন একটি পদ যার দ্বারা -কোন কিছু করা কিংবা হওয়া বুঝায়। সুতরাং কোন সময়ে সে কাজটি করা হচ্ছে সে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ক্রিয়া সম্পাদিত হওয়ার ঐ সময়কেই ক্রিয়ার কাল বা Verb-এর Tense বলে।
Verb সম্পর্কে আর একটু কথা এইখানে পুনরায় বলে নেওয়া দরকার। প্রতিটি sentence এর predicate অংশে একটি verb অবশ্যই থাকবে। যে verb-এর object বা কর্ম থাকে তাকে Transitive Verb বা সকর্মক ক্রিয়া বলে।কিন্তু যদি verb এর object না থাকে তাহলে সেই verb কে Intransitive Verb বা অকর্মক জিয়া বলে।
যাই হোক, এবারে Tense নিয়ে আলোচনা করা যেতে পারে। নিচের বাক্যগুলি লক্ষ্য করা যাক।
(a) Last year I was in class I—গত বছর আমি class I-এ ছিলাম।
(b) This year I am in class II—এই বছর আমি class II-তে আছি।
(c) Next year I shall be in class III পরের বছর আমি class III-তে থাকব।
এই তিনটি sentence এর মধ্যে -
a নম্বর sentence টিতে অতীত কাল বা past time-এর কথা বলা হয়েছে (last year, was ইত্যাদি উল্লেখযোগ্য) ।
b নম্বর sentence টিতে বর্তমান সময় বা present time-এর কথা বলা হয়েছে ( This year, am প্রভৃতি উল্লেখযোগ্য)।
c নম্বর sentence টিতে ভবিষ্যৎ কাল বা future time এর কথা বলা হয়েছে। (Next year, shall be প্রভৃতি উল্লেখযোগ্য)।
এখন sentence তিনটির verb গুলি যদি পর পর লেখা হয় তবে ক্রিয়ার কাল বা Tense-এর তিনটি পরিষ্কার রূপ (Form) পাওয়া যাবে। যেমন:-
Am - Present Tense ( বর্তমান )
Was - Past Tense ( অতীত )
Will be - Future Tense ( ভবিষ্যৎ )
The tense of a verb shows the time (Present, Past, Future) when the action ‘takes place', 'took place' or 'will take place'.
এখন, verb-এর কাজ বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় সম্পন্ন হয় বলে প্রত্যেকটি Tense -কেও সেই অনুযায়ী চার ভাগে ভাগ করা হয়। যেমন :-
(1) Indefinite ( সাধারন )
(2) Continuous ( ঘটমান )
(3) Perfect ( পুরাঘটিত )
(4) Perfect Continuous ( পুরাঘটিত ঘটমান )
তিনটি Tense-এর ক্ষেত্রেই এই চারটি ভাগ প্রযোজ্য। অথাৎ, Present Tense-এর ক্ষেত্রে এই বিভাগগুলি যথাক্রমে Present Indefinite, Present Continuous, Present Perfect এবং Present Perfect Continuous, আবার Past Tense এর ক্ষেত্রে এই বিভাগগুলি যথাক্রমে Past Indefinite, Past Continuous, Past Perfect এবং Past Perfect Continuous, অনুরূপভাবে Future Tense এর ক্ষেত্রে এই বিভাগগুলি যথাক্রমে Future Indefinite, Future Continuous, Future Perfect এবং Future Perfect Continuous.
Tense সম্বন্ধে এতক্ষন যা বলা হল, তা মনে রাখার জন্য একটি তালিকা দেওয়া হল।
Tense-এর তালিকা
Tense ক্রিয়ার কাল | Indefinite অনিদৃষ্ট | Continuous অসমাপ্ত | Perfect সমাপ্ত | Perfect Continuous অসমাপ্ত |
Present বর্তমান | I do. আমি করি বা করিয়া থাকি। | I am doing. আমি করিতেছি। | I have done. আমি করিয়াছি বা এই মাত্র করিলাম। | I have been doing. আমি করিয়া আসিতেছি। |
Past অতীত | I did. আমি করিতাম বা করিয়াছিলাম। | I was doing. আমি করিতেছিলাম। | I had done. আমি (কোন কাজের আগে) করিতেছিলাম। | I had been doing. আমি (কোন কাজের আগে পর্যন্ত) করিতেছিলাম। |
Future ভবিষ্যৎ | I shall do. আমি করিব। | I shall be doing. আমি করিতে থাকিব। | I shall have done. আমি (কোন কাজের আগে) করিয়া ফেলিব। | I shall have been doing. আমি (কোন কাজের পূর্ব পর্যন্ত) করিয়া ফেলিব। |
Present Indefinite Tense ( সাধারণ বা নিত্য বর্তমান )
Or
Simple Present
বর্তমান কালে কোন কাজ সাধারণভাবে ঘটে এরকম বোঝালে verb-এর Present Indefinite Tense হয়। একে Simple Present ও বলে। যেমন :—
আমি ভাত খাই — I eat rice.
সে বই পড়ে — He reads book. .
তাহারা যায় — They go.
Simple Present -এর গঠন প্রণালী খুবই সহজ। Subject বা কতার পরে মূল verb-এর present form এবং Subject যদি third person singular number হয় তবে verb-এর present form-এর শেষে ‘s’ বা ‘es' যুক্ত করতে হয়।
এছাড়াও যে যে ক্ষেত্রে Simple Present ব্যবহার করা হয় সেগুলি হল,
(1) সাধারণ বা চিরন্তন সত্য বোঝাতে (to express general or universal truths)। যেমন :-
The Sun rises in the east. — সূর্য পূর্ব দিকে ওঠে।
The Earth is round. — পৃথিবী গোল।
(2) নিত্য অভ্যাস বোঝাতে (to express habitual actions)। যেমন :-
He walks in every morning.
— সে প্রতিদিন সকালে ভ্রমণ করে।
I get up at six o'clock every day.
— আমি প্রতিদিন সকাল ছ'টায় ঘুম থেকে উঠি।
(3) সুদুর অতীতের কোন ঘটনা সুস্পষ্টভাবে প্রকাশ করবার জন্য Simple Present ব্যবহার করা হয়ে থাকে (to express the historical events in a vivid narrative)। যেমন:-
Alexander invades India in 327 B.C.
— ৩২৭ খ্রীষ্ট পূর্বাব্দে আলেকজাণ্ডার ভারত আক্রমণ করেছিলেন।
Immediately Ourangajeb rushes to the capital.
— সঙ্গে সঙ্গে ঔরঙ্গজেব রাজধানীর দিকে ছুটে যান।
(4) নিকট ভবিষ্যৎ বোঝাতে (to express near future)। যেমন:-
I start for London tomorrow.
— কালই আমি লণ্ডন রওনা হচ্ছি।
When does your school open?
— কবে তোমার স্কুল খুলছে ?
(5) বিস্ময়সূচক বাক্যে (যা here, there দিয়ে শুরু হয়) verb-এর কাল। simple present দিয়ে করতে হয় (in exclamatory sentence beginning with here, there)। যেমন:—
Here comes the boy.
— এই যে বালকটি আসছে।
There goes your mistress.
— ওই তোমার দিদিমণি যাচ্ছেন।
(6) আপ্তবাক্য-এর reference দিতে (to cite quotations)। যেমন :—
Shakespeare says, “All world is a stage.”
— শেক্সপীয়ার বলেন, ‘পৃথিবী একটি রঙ্গমঞ্চ’।
কিছু কিছু verb-এর ক্ষেত্রে Present Continuous Tense এর বদলে সব সময়েই Present Indefinite Tense ব্যবহার করা হয়। এইসব verb-এর একটি List পরে দেওয়া হয়েছে।
এখন ‘Do’ verb-এর Simple Present এর রূপ কেমন হয় তা দেখা যেতে পারে :-
Singular Number
I do
You do
He does
She does Ram or Shyam does
Plural Number
We do
You do
They do
গঠন প্রণালী :- Subject বা কর্তার এর পরে মুল verb-এর ‘s’ বা ‘es’ অর্থাৎ ( verb+s/es ) বসাতে হবে।
Subject +(verb+s/es) + Object
====================================
Present Continuous Tense ( ঘটমান বর্তমান )
বর্তমান কালে কোন কাজ চলছে, কিন্তু শেষ হয়নি এরকম বোঝাতে verb -এর যে রূপ হয় তাকে verb-এর Present Continuous Tense বলা হয়। যেমন :—
সে চা পান করছে — He is drinking tea.
মেয়েটি বইটি পড়ছে — The girl is reading the book.
তারা মাঠে খেলছে— They are playing in the field.
বাংলায় মূল verb বা ক্রিয়াপদ-এর পরে সাধুভাষায় ইতেছি, ইতেছ, ইতেছে বা চলিত ভাষায় ছি, ছ, ছে থাকলে Present Continuous Tense হয়।
গঠনের নিয়ম—
(ক) মূল verb-এর present form (V1) -এর শেষে ‘ing’ বসে।
(খ) মূল verb-এর আগে subject বা কর্তার number এবং person অনুযায়ী am বা is বা are বসে।
(গ) I-এর পরে সর্বদাই ‘am', you-এর পরে সর্বদাই ‘are' বসে।
এছাড়াও কিছু বিশেষ ক্ষেত্রে Present Continuous Tense ব্যবহার করা হয়। যেমন :—
নিকট ভবিষ্যৎ বোঝাতে—
The train is coming up by some hours later.
— ট্রেনটি কয়েক ঘণ্টা পরে আসছে।
কতগুলি নির্দিষ্ট verb আছে যাদের সাধারণতঃ Continuous Tense -এ ব্যবহার করা হয় না। যেমন :-
see, hear, feel, like, want, love, hate, hope, look, seem, smell, notice, think, own, mind, mean, know, forget, imagine, consider, agree, suppose, care, observe, remember, trust, have ('possess' বা অধিকারে আছে এই অর্থে), contain প্রভৃতি।
এবার Present Continuous Tense - এ ‘to play’—এই verb টির ব্যবহার দেখানো হয়েছে —
Affirmative Sentence (হ্যাঁ-বোধক বাক্য) | Negative Sentence (না-বোধক বাক্য) | Interrogative Sentence (প্রশ্ন-বোধক বাক্য) |
I am playing. | I am not playing. | Am I playing? |
You are playing. | You are not playing. | Are you playing ? |
He is playing. | He is not playing. | Is he playing? |
We are playing. | We are not playing. | Are we playing? |
They are playing. | They are not playing. | Are they playing ? |
বিশেষ দ্রষ্টব্য: কিছু কিছু ক্ষেত্রে verb এর শেষে ‘ing' যোগ করার সময় verb-এর বানানের কিছু পরিবর্তন হয়। যেমন :—
hit->hitting, run->running, begin->beginning, travel-> travelling ইত্যাদি।
গঠন প্রণালী :- মুল verb-এর সঙ্গে ‘ing’ যুক্ত করতে হবে (v+ing) এবং তার আগে subject বা কর্তা অনুযায়ী ‘am’ অথবা ‘is’ অথবা ‘are’ বসবে।
Subject + am/is/are + (verb+ ing) + Object
====================================
Present Perfect Tense ( পুরাঘটিত বর্তমান )
বর্তমান কালে, কোন কাজ এইমাত্র শেষ হয়ে গেলেও তার ফলাফল এখনও অতীত হয়ে যায়নি, বর্তমানই আছে— এরকম বোঝালে verb-এর Present Perfect Tense হয়। যেমন :—
ছেলেটি চেয়ারটি ভেঙেছে — The boy has broken the chair.
সে সেখানে গিয়েছে — He has gone there.
বাংলায় ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছে (ছি, ছ, ছে) থাকলে Present Perfect Tense হবে ধরে নিতে হয়।
Present Perfect Tense গঠন করতে হলে মূল verb-এর past participle form (V3) ব্যবহার করতে হবে এবং তার আগে কর্তা অনুযায়ী have বা has বসাতে হবে।
যেমন, “সে ভাত খেয়েছে' এই sentence টিতে মূল verb বা principal verb হচ্ছে ‘eat’ বা ‘খাওয়া’ এবং ‘eat’-এর past participle form হচ্ছে ‘eaten’ (eat, ate, eaten)। এর আগে কর্তা বা subject আছে He বা ‘সে’। এখন He (বা she)-র পরে ‘has' বসবে। অর্থাৎ sentence টি হবে -
He has eaten rice.
Subject যদি plural number বা বহুবচন হয় অথবা subject যদি I হয়, তবে শুধু ঐ দুই ক্ষেত্রেই subject-এর পরে ‘have' বসবে। যেমন:-
তারা এখানে এসেছে—They have come here.
আমি এটা করেছি - I have done it.
যে যে ক্ষেত্রে Present Perfect Tense ব্যবহার করা হয় সেগুলি হল-
(১) যখন verb-এর এমন একটি action বা কাজ বোঝান হয় যেটা অতীতে কোন সময়ে শুরু হয়েছিল, এবং বর্তমানে সেটা হয়ে চলেছে। যেমন:
I have Known him for a long time.
— আমি তাকে অনেক দিন ধরে চিনি।
She has not seen her mother for many years.
— সে তার মাকে অনেক বছর দেখেনি।
(2) অতীতের কোন ক্রিয়া বোঝাতে যার সময় দেওয়া নেই বা নির্দিষ্ট করে বলা নেই। যেমন:—
বাবা ইংলণ্ডে আছেন। — Father has been in England.
তুমি কালিদাস পড়েছ ? — Have you read Kalidas ?
(৩) অনেক সময় সদ্যসমাপ্ত অতীত ঘটনাবলী বোঝাতে Present Perfect Tense ব্যবহার করা হয়। যেমন:—
সে সবে বেরিয়েছে।— He has just gone out.
Present Perfect Tense -এ প্রায়ই নিম্নলিখিত adverb বা adverb phrases ব্যবহৃত হয়। যেমন:—
just, often, never, even, already, till, now, yet, since, today, this week, this month প্রভৃতি।
তবে মনে রাখতে হবে অতীত কাল সূচক অব্যয় (past adverb) থাকলে Present Perfect Tense ব্যবহার করা যায় না, সেখানে Simple Past ব্যবহার করতে হয়। যেমন:—
Ram has gone to Delhi yesterday হবে না, Ram went to Delhi yesterday লিখতে হবে।
গঠন প্রণালী :- মুল verb-এর ‘past participle form’ (V3) হবে এবং তার আগে subject বা কর্তা অনুযায়ী ‘have been’ অথবা ‘has been’ বসবে।
Subject + have/has + V3 + Object
*** V1 = verb এর present form
*** V2 = verb এর past form
*** V3 = verb এর past participle form
====================================
Present Perfect Continuous Tense ( পুরাঘটিত ঘটমান বর্তমান )
যখন কোন কাজ অতীত কালে আরম্ভ হয়ে বর্তমান কালে কিছু সময় ধরে চলছে এরকম বোঝায় তখন verb-এর Present Perfect Continuous Tense হয়। যেমন :—
আমি দুইদিন যাবৎ জ্বরে ভুগছি।
— I have been suffering from fever for two days.
আমি সোমবার থেকে জ্বরে ভুগছি।
—I have been suffering from fever since Monday.
এখানে লক্ষ্য করার বিষয়, ‘period of time’ বা সময়-এর ব্যাপ্তি উল্লেখ থাকলে ‘for', এবং নির্দিষ্ট সময় বা ‘point of tine' এর উল্লেখ থাকলে ‘since' বসে।
গঠন প্রণালী :- মূল verb এর শেষে ‘ing’ যোগ করে তার আগে subject বা কর্তা অনুযায়ী ‘have been' বা 'has been’ বসাতে হয়।
Subject + have been/has been + (v+ing) + Object
====================================
Past Indefinite Tense ( সাধারন অতীত )
Or
Simple Past
অতীত কালে সাধারণভাবে কোন কাজ সংঘটিত হয়েছিল এরকম বোঝাতে verb-এর Past Indefinite Tense হয়। যেমন:—
সে কাল এসেছিল— He came yesterday.
বাংলা ক্রিয়াপদের শেষে চলিত রীতিতে ছিলাম, ছিল, ছিলে, এবং সাধুরীতিতে ইয়াছিলাম, ইয়াছিল, ইয়াছিলে প্রভৃতি থাকলে ইংরেজীতে Past Tense -এর Indefinite Form হয়। একে Simple Past ও বলা হয়।
The simple past is used to indicate an action completed in
the past.
আরও কয়েকটি উদাহরণ দেওয়া যাক:—
সে কাল রাত্তিরে ভাল ঘুমায়নি।
— He did not sleep well last night.
ট্রেনটি স্টেশন ছেড়ে গেল।
— The train left the station.
অতীতের অভ্যাস বোঝাতেও অনেক সময় Simple Past Tense ব্যবহার করা
হয়। যেমন:—
সে সব সময় হাতে লাঠি নিয়ে চলত।
— He always carried walking stick.
Past Indefinite Tense বা Simple Past -এর গঠনপ্রণালীও অতি সরল।
Subject বা কর্তার পরে মূল verb-এর past form (V2) হয়। যেমন:—
তারা খুব ভাল খেলল — They played a good play.
গঠন প্রণালী :- Subject বা কর্তার এর পরে মুল verb-এর ‘past form’ অর্থাৎ ( V2 ) বসাতে হবে।
Subject + V2 + Object
====================================
Past Continuous Tense ( ঘটমান অতীত )
যখন অতীত কালে কোন কাজ চলছিল এরকম বোঝায় তখন verb-এর Past Continuous Tense হয়। অতীতে কতক্ষণ ধরে কাজটি চলছিল তার উল্লেখ থাকতেও পারে, না-ও থাকতে পারে। যেমন :—
সে বাজারে যাচ্ছিল— He was going to the market.
ছেলেরা মাঠে খেলছিল — The boys were playing in the field.
বাংলায় ক্রিয়াপদের শেষে ছিলাম, ছিল, ছিলে (ইতেছিলাম, ইতেছিল, ইতেছিলে) থাকলে Past Continuous Tense হয়।
আরেকটি উদাহরণ —
সে সারা সকাল ধরে পড়েছে — He was reading all the morning.
Present Continuous Tense — এর উদাহরণগুলি আলোচনার সময় am, is, are এইসব ‘to be’ verb যে ব্যবহৃত হয়েছিল, Past Continuous Tense - এর ক্ষেত্রে সেগুলি হবে was, were (অর্থাৎ am, is হবে was এবং are হবে were)।
গঠন প্রণালী :- মুল verb-এর সঙ্গে ‘ing’ যুক্ত করতে হবে (v+ing) এবং তার আগে subject বা কর্তা অনুযায়ী ‘was’ বা ‘were’ বসবে।
Subject + was/were + (v+ing) + Object
====================================
Read More >>>> Class.
Five Click Here
Six Click Here
Seven Click Here
Eight Click Here
Nine Click Here
Ten Click Here
====================================
Past Perfect Tense ( পুরাঘটিত অতীত )
অতীত কালে যখন দুটো কাজ প্রায় একসঙ্গে ঘটে, তার মধ্যে যে কাজটি আগে ঘটে তার Past Perfect Tense হয়, অন্যটির Simple Past Tense হয়। যেমন -
রাম আসবার আগেই আমি শ্যামের সঙ্গে কথা বলেছিলাম।
—I had talked to Shyam before Ram arrived.
Past Perfect Tense -এর গঠনপ্রণালী এইরকম:—
মূল verb বা principal verb-এর past participle form (V3) হবে এবং তার আগে had বসবে। I had talked.
এখানে ‘before’ এবং ‘after’-এর ব্যবহারের দিকে বিশেষ নজর দিতে হবে।
Past Perfect Tense-এর রূপটি before-এর পূর্বে এবং after এর পরে বসে। যেমন :—
আমি এখানে আসবার আগেই সে এ জায়গা ছেড়ে গেল —
এখানে ‘সে জায়গা ছেড়ে গেল’ এই কাজটা আমি এখানে আসবার আগেই ঘটেছিল। তাই এর Past Perfect Tense হবে। অর্থাৎ ‘He had left the place’ এর পরে, ‘before' বসবে। তারপর বাকি বাক্যাংশের Past Indefinite Tense হবে 'I came here' l
তাহলে ইংরেজীটা দাঁড়াবে এইরকম — He had left the place before I had came here.
যদি বলা হয়,
আমি এখানে আসবার পরে সে এ জায়গা ছেড়ে গেল, তাহলে 'আমার আসা' - কাজটা আগে হল। সেক্ষেত্রে লেখা হবে —
He left the place after I had come here.
Past Perfect Tense - কে 'Pluperfect'-ও বলা হয়। তেমনি ‘Continuous’-এর যায়গায় ‘Progressive'-ও লেখা হয়।
যেমন Past Continuous Tense কে Past Progressive Tense -ও বলা হয়।
গঠন প্রণালী :- মুল verb-এর ‘past participle form’ অর্থাৎ (V3) বসাতে হবে এবং তার আগে সব ধরনের subject বা কর্তার পরে ‘had’ বসবে।
Subject + had + V3 + Object
====================================
Past Perfect Continuous Tense ( পুরাঘটিত ঘটমান অতীত )
অতীত কালে যখন একটা কাজ একটি নির্দিষ্ট সময়ের আগে শুরু হয়েছিল এবং অতীতেই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলেছিল এরকম বোঝায়, তখন verb -এর রূপের যে পরিবর্তন হয় সেটাই Past Perfect Continuous Tense, যেমন :-
সে তিনমাস ধরে জ্বরে ভুগছিল - He had been suffering from fever for three months.
তিনি পাঁচ বছর যাবৎ স্কুলে চাকরি করছিলেন - He had been serving in school for five years.
Present Perfect Continuous Tense -এর গঠনপ্রণালীর সঙ্গে এর পার্থক্য সামান্যই। Present tense-এর has বা have-এর জায়গায় শুধু had বসে।
গঠন প্রণালী :- মুল verb-এর সঙ্গে ‘ing’ যুক্ত করতে হবে (v+ing) এবং তার আগে সব ধরনের subject বা কর্তার পরে ‘had been’ বসবে।
Subject + had been + (v+ing) + Object
====================================
Future Indefinite Tense ( সাধারন ভবিষ্যৎ )
Or
Simple Future
কোন কাজ সাধারণ ভাবে ভবিষ্যতে সম্পন্ন হবে- এরকম বোঝালে verb-এর Future Indefinite Tense হয়। যেমন :-
তুমি পড়বে - You will read.
আমি যাব - I shall go.
বাংলায় ক্রিয়াপদের শেষে বে, ব, বি (ইবে, ইব, ইবি) থাকলে ইংরেজীতে Future Indefinite Tense হয়। এই tense এর গঠনে মূল বা principal verb-এর আগে কতা অনুযায়ী ‘shall’ বা ‘will’ বসে।
‘I’ অথাৎ first person-এর পরে ‘shall’ এবং ‘you’, ‘he’, ‘she’ অথাৎ second person বা third person -এর পরে ‘will’ বসে।
Future বা Simple Future -এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, যদি ভবিষ্যতের কোন ঘটনা কোন বিশেষ উদ্দেশ্যে করা হবে এরকম বোঝায়। তখন সেক্ষেত্রে ‘going to’ ব্যবহার করা হয়ে থাকে। যেমন :-
সে তাকে বিবাহ করতে যাচ্ছে (সে তাকে বিয়ে করবে এই অর্থে)-
He is going to marry her.
This is used when the simple future is coloured with certain intension of the subject.
গঠন প্রণালী :- মুল verb-এর মুল রুপ (V1) এবং তার আগে subject বা কর্তা অনুযায়ী ‘shall’ বা ‘will' বসবে।
Subject + shall/will + V1 + Object
====================================
Future Continuous Tense ( ঘটমান ভবিষ্যৎ )
ভবিষ্যতে কোন কাজ চলতে থাকবে এরকম বোঝালে Future Continuous Tense হয়। যেমন :-
আমি তখন পড়তে থাকব -
I shall be reading then.
তুমি স্কুল যেতে থাকবে -
You will be going to school.
গঠন প্রণালী :- মূল verb-এর শেষে ‘ing' যোগ এবং তার আগে subject বা কর্তা অনুযায়ী ‘shall be’ বা ‘will be' বসবে।
Subject + shall be/will be + (v+ing) + Object
====================================
Future Perfect Tense ( পুরাঘটিত ভবিষ্যৎ )
ভবিষ্যতে কোন একটি কাজ সম্পন্ন হবার আগেই আরেকটি কাজ শেষ হবে এরকম বয়ঝালে verb-এর Future Perfect Tense হয়।
Past Perfect Tense -এর সঙ্গে এর তফাৎটা এখানেই যে Past Perfect Tense- এর অতীতটুকু Future Perfect Tense -এ Future বা ভবিষ্যতের নিরিখে হবে। যেমন :-
আমি সেখানে যাবার আগেই ট্রেনটি ছেড়ে দেবে - The train will have left the station before I go there.
ভবিষ্যতে দুটো কাজের প্রথমটায় Future Perfect Tense হলে অন্য কাজটার Future Indefinite Tense হবে।
তুমি আসবার আগেই আমি সেখানে পৌঁছে যাব-
I shall have reached there before you come.
গঠন প্রণালী :- মূল verb-এর past participle (V3) হবে এবং তার আগে subject বা কর্তা অনুযায়ী ‘will have' বা ‘shall have’ বসবে।
Subject + shall have/will have + V3 + Object
====================================
Future Perfect Continuous Tense ( পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ )
Past Perfect Continuous Tense এর সংজ্ঞাটিকে একটু ভবিষ্যৎকালের নিরিখে বিচার করা যাক।
ভবিষ্যৎকালে কোন কাজ ভবিষ্যৎকালের অপর একটি কাজের পূর্ব পর্যন্ত কিছু সময় ধরে চলতে থাকবে এরকম বোঝালে verb-এর Future Perfect Continuous Tense হবে। যেমন:-
তোমার কাজটা শেষ হবার আগে পর্যন্ত আমি কাজটা করতে থাকব -
I shall have been doing the work before your work is finished.
তুমি সেখানে যাবার আগে পর্যন্ত সে হাঁটতে থাকবে -
He will have been walking before you reach there.
গঠন প্রণালী :- মূল verb-এর শেষে ‘ing’ যোগ করতে হবে, তার ঠিক আগে ‘have been’ এবং তারও ঠিক আগে subject বা কর্তা অনুযায়ী ‘shall’ বা ‘will’ বসবে।
Subject + shall / will + have been + (v+ing) + Object
Or
Subject + shall have been/will have been + (v+ing) + Object
====================================
এখন ‘play' verb টির conjugation (ধাতুরুপ) নিচে দেওয়া হল :-
1. Simple Present | 2. Present Continuous |
I play. | I am playing. |
You play. | You are playing. |
He plays. | He is playing. |
We play. | We are playing. |
They play. | They are playing. |
3. Present Perfect | 4. Present Perfect Continuous |
I have played. | I have been playing. |
You have played. | You have been playing. |
He has played. | He has been playing. |
We have played. | We have been playing. |
They have played. | They have been playing. |
5. Simple Past | 6. Past Continuous |
I played. | I was playing. |
You played. | You were playing. |
He played. | He was playing. |
We played. | We were playing. |
They played. | They were playing. |
7. Past Perfect | 8. Past Perfect Continuous |
I had played. | I had been playing. |
You had played. | You had been playing. |
He had played. | He had been playing. |
We had played. | We had been playing. |
They had played. | They had been playing. |
9. Simple Future | 10. Future Continuous |
I shall play. | I shall be playing. |
You will play. | You will be playing. |
He will play. | He will be playing. |
We will play. | We will be playing. |
They will play. | They will be playing. |
11. Future Perfect | 12. Future Perfect Continuous |
I shall have played. | I shall have been playing. |
You will have played. | You will have been playing. |
He will have played. | He will have been playing. |
We will have played. | We will have been playing. |
They will have played. | They will have been playing. |
Do Practice this Poem, Questions, and Answers yourself. You will definitely score an excellent result. Subscribe to and regularly Visit this Website www.eparasona.com for getting more updates and keep in touch with this Online Knowledge Hub. This is an educational tutorial Website. In this Website, we write blogs that help students to gain information about different subjects. So, everyone and of course all the students who want to enhance their knowledge must subscribe to this Website to keep in touch with this Online Knowledge Hub.
0 Comments