প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে । রবীন্দ্রনাথ ঠাকুর-এর কবিতা । কবিতার আলোচনা । কবিতার প্রশ্ন উত্তর । কবিতা রবীন্দ্রনাথ । Pran Variye Trisa Hariye by Rabindranath Tagore । class 8 । সহায়িকা বিষয়সংক্ষেপ । কবিতার ব্যাখ্যা । বিষয়বস্তু । অষ্টম শ্রেণি ।
নামকরণ >> অতিথিকে রবীন্দ্র নাথ ঠাকুর চিরকালই তার গানের নামকরণের বিরোধী ছিলেন। তাই তিনি নিজে তার গান গুলির কোনও নামকরণ করেন নি। তার একটা কারণ হল একই ভাবের একাধিক গান তিনি রচনা করেছিলেন। কিন্তু পশ্চিম বঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পাঠ্যাংশের অন্তর্ভুক্ত করার সময় গানের প্রথম লাইনটিকে শিরোনাম হিসেবে ব্যবহার করেছেন। এই নামকরণের ক্ষেত্রে অনেক সময় গানের অন্য পঙক্তিগুলির সঙ্গে প্রথম পঙক্তিটির সরাসরি যোগাযোগ নাও থাকতে পারে। এই শিরোনামের মাধ্যমে কেবল গানটিকে অন্য গানের থেকে আলাদা রাখার প্রচেষ্টা রয়েছে। তাই সে ক্ষেত্রে প্রথম লাইনকে শিরোনাম হিসেবে ব্যবহার করা সঙ্গত হয়েছে বলা যায়।
সারসংক্ষেপ >> ঈশ্বর সর্বশক্তিমান ও করুনার আধার। কবি সেই
করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। কবি গেয়েছেন তার
রূপের তৃষ্ণা দূর করে ঈশ্বর যেন তার মধ্যে অরূপের চেতনা জাগিয়ে তোলেন। সমস্ত বাধা বন্ধন মায়াজাল ছিঁড়ে ঈশ্বর যেন কবির
মন চেতনার আলোয় ভরে দেন। কবির ‘আমি’ কবির অহংকার যেন ঈশ্বর
প্রেমে বিলীন হয়ে যায়। বিশ্ব পিতা ঈশ্বর যেন তার প্রেম
সুধা রসে কবিকে ডুবিয়ে রাখেন।
ব্যাকরণ ও নির্মিতি >>
শব্দার্থ ।।
• প্রাণ >> জীবন
• ভরিয়ে >> পূর্ণ করে
• তৃষা >> তৃষ্ণা, আকাঙ্ক্ষা
• হারিয়ে >> হরণ করে
• তব >> তোমার
• ভুবনে >> পৃথিবীতে
• ভবনে >> বাড়িতে
• মোরে >> আমাকে
• পুরো >> ভরে; পূর্ণ করে
• তান >> সুর, স্বর
• বেদনা >> ব্যথা
• চেতনা >> জ্ঞান, বৃদ্ধি
• দ্বার >> দরজা
• ছুটিয়ে >> খুলে
• টুটায়ে >> ঘুচিয়ে, ছিঁড়ে
• ত্রাণ >> উদ্ধার
• আমি >> অহংবোধ
• সুধাধারে >> অমৃতধারায়
বিপরীত শব্দ
• ভরিয়ে >> খালি করে
• দাও >> নাও
• তব >> মম
• আলো >> অন্ধকার
• সুরে >> বেসুরে
• বেদনা >> আনন্দ
• চেতনা >> অজ্ঞানতা
• প্রেমে >> ঘৃণায়
• নেমে >> উঠে
• দান >> গ্রহণ
বাক্য রচনা
• তৃষা >> গরমকালে জল আমাদের তৃষা দূর করে।
• আলো >> সমাজের সকল স্তরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া প্রয়োজন।
• দ্বার >> কাকুর বাড়ির দ্বার বন্ধ রয়েছে।
• প্রাণ >> গরমে প্রাণ ওষ্ঠাগত হয়েছে।
• ভুবনে >> এই ভুবনে অনেক বিচিত্র জিনিস রয়েছে।
• বেদনা >> বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথা বেদনা বাড়.।
• মোড়ে >> মোড়ে কষ্ট দিও না।
• আমি >> কারোর মধ্যেই আমির বোধ থাকা উচিত নয়।
0 Comments