পরবাসী । বিষ্ণু দে । আলোচনা
। প্রশ্ন উত্তর । Parabasi by Bishnu Dey । class 8 । সহায়িকা বিষয়সংক্ষেপ । বিষয়বস্তু । অষ্টম শ্রেণি ।
নামকরণ >>।
পরবাসী শব্দটির অর্থ হল যে অন্যের দেশে বা ভূমিতে বাস করে। কবির ছোটবেলা থেকে পরিচিত মাতৃভূমি আজ তার কাছে অচেনা, অপরিচিত লাগছে। আমাদের দেশের মানুষ প্রকৃতিতে আনন্দের সাথে জীবনযাপন করত। তা ছাড়া, প্রকৃতির সঙ্গে মানুষের এক অবিচ্ছেদ্য সম্পর্কের বন্ধনও রয়েছে। কিন্তু মানুষের সীমাহীন লোভের ফলে এই সম্পর্ক আজ ধ্বংস হতে চলেছে। গাছপালা বন জঙ্গল কেটে বন্যপ্রাণীদের বিক্রি করে মানুষ প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। প্রকৃতির কোলে এসে মানুষ আর আগের মত আশ্রয়।, শান্তি, বিশ্রাম খুঁজে পায় না। এই আশ্রয়হীনতার যন্ত্রণা কবিকে নিজ ভূমিতে পরবাসী করে তুলেছি। তিনি পরবাসী জীবনের এই যন্ত্রণা কাটিয়ে ওঠে আবার আগেকার মতোই নিজের মাতৃভূমি আমার প্রতীক্ষায় রয়েছেন। তাই কবিতাটির নামকরণ যথাযথ এবং সুপযুক্ত হয়েছে বলা যায়।
সারসংক্ষেপ
>>।
আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ কবি বিষ্ণু দে মানুষের তীব্র লোভ ও লালসার কারণে হারিয়ে যাওয়া প্রকৃতির সম্পর্কে তাঁর মর্মবেদনা প্রকাশ করেছেন ‘পরবাসী’ কবিতায়। পুরানো দিনের কথা স্মরণ করতে গিয়ে তাঁর মনে পড়েছে প্রকৃতির ছন্দে এঁকেবেঁকে চলা আলো ছায়া ঘেরা বনপথের কথা। রাতের অন্ধকারে হিংস্র জন্তুর জ্বলন্ত দৃষ্টি কবি দেখেছেন। সেই সঙ্গে ছোট ছোট খরগোশকে আনন্দে লাফিয়ে চলতেও দেখেছেন তিনি। কবি মসৃণ টিলার পাশে পলাশের ঝোপে ময়ূরকে হঠাৎ আনন্দে নেচে উঠতে দেখেছেন। তার তাঁবুর ছায়ায় বিশ্রামরত কবি নদীর জলরাশিকে ময়ূরের নাচের তালে ঢেউ খেলে যেতে দেখেছেন। বনভূমিতে হরিণকে যেমন তিনি জল পান করতে দেখেছেন, তেমনি দেখেছেন হিংস্র চিতা নিস্তব্ধ পদচারণা। কিন্তু আজ মানুষের সীমাহীন লোভ আর লালসা বন্যভূমিকে ধ্বংস করেছে। বন্যপ্রাণীরা তাদের বাসস্থান হারিয়েছে। আর সৌন্দর্যের প্রতীক ময়ূর পরিণত হয়েছে পণ্যে। তাই প্রশ্নের মাধ্যমে কবি আক্ষেপ জানিয়েছেন চেতনাসম্পন্ন মানুষ চুপ করে না থেকে এর প্রতিবাদ করুক। গাছপালা, নদী, পাহাড় তাদের মর্যাদা আবার ফিরে পাক। প্রকৃতি হীন ধূসর পৃথিবী আবার মানুষের প্রকৃত বাসভূমির যোগ্য হয়ে উঠুক।
ব্যাকরণ
ও নির্মিতি >>।
শব্দার্থ
>>।
॥• পরবাসী => অন্যের ভূমিতে বসবাসকারী
॥• ঝিকিমিকি => একবার উজ্জ্বল পরক্ষণেই অনুজ্জ্বল
॥• জ্বলে => উজ্জ্বল হয়ে ওঠে
॥• নিটোল => টোলহীন
॥• টিলা => মাটির স্তুপ বা ছোটখাটো পাহাড়
॥• পলাশ => গ্রীষ্মকালে ফোটে লাল রঙের এক ধরনের ফুল
॥• ঝোপ => লতাগুল্মের ঝড়
॥• পুলকে => খুশিতে, আনন্দে
॥• কত্থক => উত্তর ভারতের বিশেষ ধরনের নাচ
॥• সুষমা => সৌন্দর্য
॥• সিন্ধুমুনি => অন্ধমুনির পুত্র
॥• হরিণ আহ্বান => হরিণের জল খাওয়ার শব্দ যা শুনে দূর থেকে তীর ছুঁড়ে শিকারি হরিণ শিকার করে
॥• লুব্ধ => লোভী
॥• হিংস্র => হিংসাপূর্ণ
॥• কথাকলি => কেরলের এক ধরনের বিশেষ নাচ
॥• বসতি => বাসস্থান
॥• কৈ => কোথায়
॥• প্রান্তর => ফাঁকা মাঠ
॥• পত্তন => প্রতিষ্ঠা
॥• মৌন => নিশ্চুপ
॥• গৌণ => অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ
॥• হাহাকার => বিলাপ
বিপরীত শব্দ >>।
॥• প্রবাসী => স্ববাসী
॥• জ্বলে => নেবে
॥• পুলকে => দুঃখে
॥• লুব্ধ => লোভনীয়
॥• মৌন => মুখর
॥• গৌণ => মুখ্য
নিম্ন
রেখো শব্দগুলির বদলে অন্য শব্দ বসিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো।
প্রশ্ন॥ দুইদিকে বোন মাঝে ঝিকিমিকি পথ।
উত্তর
॥> দুই দিকে বন, মাঝে আলোছায়া পথ।
প্রশ্ন॥ এঁকেবেঁকে চলে প্রকৃতির তালে তালে।
উত্তর
॥> এঁকেবেকে চলে প্রকৃতির খেয়ালে
প্রশ্ন॥ তাঁবুর ছায়ায় নদীর সোনালী সেতারে
উত্তর
॥> তাঁবুর ছায়ায় নদীর কলধ্বনিতে।
প্রশ্ন॥ হঠাৎ পুলকে বন ময়ূরের কত্থক।
উত্তর
॥> হঠাৎ পুলকে বন ময়ূরের নেচে ওঠা।
প্রশ্ন॥ বন্যপ্রানের কথাকলি বেগ জাগিয়ে।
উত্তর
॥> বন্যপ্রাণীর জৈবিক বেগ
জাগিয়ে।।
নিচের
শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো।
(জলে, পরবাসী, চলে,তাঁবু)
॥• জ্বলে => জ্বলিয়া > জ্বইল্যা > জ্বলে (অভিশ্রুতি)
॥• পরবাসী => প্রবাসী > পরবাসী (স্বরভক্তি; বিপ্রকর্ষ)
॥• চলে => চলিয়া > চইল্যা > চলে (অভিশ্রুতি)
॥• তাঁবু => তাম্বু > তাঁবু (নাসিক্যীভবন)
ব্যাসবাক্য
সহ সমাস নির্ণয় কর।
(নিটোল, বনময়ূর,
সিন্ধুমুনি, নিজবাসভূমি, সেতার)
॥• নিটোল => টোল নাই
যার (নঞর্থক বহুব্রীহি)
॥• বনময়ূর => বনবাসী
ময়ূর (মধ্যপদলোপী কর্মধারায়)
॥• সিন্ধুমুনি => সিন্ধু নামক মুনি (মধ্যপদলিপি কর্মধারায়)
॥• নিজবাসভূমি => নিজের
বাসের নিমিত্তভূমি (নিমিত্ত তৎপুরুষ) ; নিজের যে বাসভূমি (কর্মধারায়)
॥• সেতার => তিনটি
তারের সমাহার (দ্বিগু)
নিচের
শব্দ গুলি কিভাবে গঠিত হয়েছে দেখাও।
(সোনালী, আহ্বান, বন্য, বসতি,
পরবাসী)
॥• সোনালী
=> সোনা + আলি
॥• আহ্বান
=> আ +√হেব + অন
॥• বন্য => বন + য
॥• বসতি => বস + তি
॥• পরবাসী
=>√পৃ + অ + বাস
+ ঈ
নির্দেশ
অনুসারী বাক্য পরিবর্তন করো।
প্রশ্ন॥
চুপি চুপি আসে নদীর কিনারে, জল
খায়। (সরল বাক্যে)
উত্তর
॥> চুপি চুপি নদীর কিনারে এসে জল খায়।
প্রশ্ন॥ নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি। (জটিল বাক্যে)
উত্তর
॥> যা দেখেছি তা নিটোল টিলার পলাশের ঝোপে।
প্রশ্ন॥ চিতা চলে গেল মুগ্ধ হিংস্র ছন্দে বন্যপ্রাণের কথাকলি বেগ জাগিয়ে। (যৌগিক
বাক্যে)
উত্তর
॥> চিতা চলে গেল লুগ্ধ হিংস্র ছন্দে এবং সে ছন্দে বন্যপ্রাণের কথাকলি বেগ জাগিয়ে তুলল।
বাক্য রচনা >>।
॥• ঝিকিমিকি => সূর্যের আলোয় নদীর জল ঝিকিমিকি করে করছে।
॥• টিলা => রাঁচিতে অনেক টিলা দেখতে পাওয়া।
॥• হিংস্র => বাঘ হিংস্র পশু। ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া উচিত নয়।
॥• সাধারন => তিনি সাধারন জীবন যাপন করেন।
0 Comments