আলাপ । পূর্ণেন্দু পত্রী । সারসংক্ষেপ । প্রশ্ন উত্তর । ব্যাকরণ ।

 আলাপ পূর্ণেন্দু পত্রীআলোচনা । প্রশ্ন উত্তর । Alap by Purnendu Patri class 8  সহায়িকা বিষয়সংক্ষেপ । বিষয়বস্তু  অষ্টম শ্রেণি  

Alap by Purnendu Patri


নামকরণ >> 

সাহিত্যের নামকরণের বিশেষ প্রয়োজন রয়েছে। এই নামকরণের মাধ্যমে পাঠক বিষয়বস্তু সম্বন্ধে ধারণা লাভ করতে পারে। পাঠ্যাংশের শিরোনাম আলাপ। এর একাধিক অর্থ রয়েছে। একটি অর্থ যেমন আলাপচারিতা বা কথোপকথন, অন্য অর্থ সুরের বিন্যাস। লেখক তাঁর কাহিনীর ব্যঞ্জনধর্মী নামকরণ করেছেন বলা যায়। কুয়াশার কারণে পালাম বিমানবন্দরে এরোপ্লেন ছাড়তে দেরি হচ্ছিল। সেই অবসরে দুই বিখ্যাত শিল্পী সত্যজিৎ রায় এবং অস্তাদ বিলায়েত খাঁ নিজেদের মধ্যে আলাপচারিতায় মেতে ওঠেন। তাদের আলাপচারিতা যেহেতু এই কাহিনীর মূল বিষয়, সেদিক থেকে নামকরণটি যথাযথ। আবার চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গীত ও সুরের প্রতি ছিল এক সহজাত আকর্ষণ। তাই বিশ্ববিখ্যাত সেতার শিল্পীর সঙ্গে কথোপকথনের অনেকটা অংশজুড়েই ছিল সংগীতের আলাপ। সেদিক থেকে দেখলেও আলাপ শিরোনামটি যথার্থ ও সুপ্রযুক্ত হয়েছে বলা যায়।

 

 

সারসংক্ষেপ >>

দিল্লির পালাম বিমানবন্দরে দুই বিখ্যাত শিল্পী কুয়াশার কারণে আটকে পড়েছেন। প্লেন ছাড়তে দেরি আছে। দুজনেই কলকাতায় আসছেন। দীর্ঘ পনেরো বছর পরে দুজনের দেখা হওয়ায় কফির পেয়ালা হাতে দুজনের মধ্যে আলাপচারিতা জমে ওঠে। দুই শিল্পীর মধ্যে একজন সত্যজিৎ রায় এবং অন্যজন ওস্তাদ বিলায়েত খাঁ। সত্যজিৎ রায় জানতে চান বিলায়েত খাঁ বিদেশে অনুষ্ঠান করার সময় আলাপ সংক্ষিপ্ত করেন কিনা। এর উত্তরে তিনি জানান যে বিদেশের শ্রোতারা গান বাজনার অনেক বেশি সমঝদার। দেড় ঘন্টা আলাপ পরিবেশন করার পরও তাঁর মনে হয়েছে আরও আধ-ঘন্টা সময় বাড়িয়ে শ্রোতারা মুগ্ধ হয়ে তা শুনবে। তার কারণ তারা অনেক বেশি সঙ্গীতপ্রিয়। এই প্রসঙ্গে তিনি জানান যে বিদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অনেক কঠিন কঠিন প্রশ্ন করে যার উত্তর দেওয়া মুশকিল হয়ে ওঠে। এরপর রাজস্থানের লোকসংগীত ও বাজনার প্রসঙ্গ ওঠে। দুজনেই শিকার করেন যে রাজস্থানের সাধারণ মানুষও মানুষরাও এক একজন অসাধারণ বাজিয়ে। দিল্লি প্রবাসী এক বাঙালি বিলাইত খাঁ-কে প্রশ্ন করেন যে কেন তিনি দিল্লিতে বাজার না। খাঁ সাহেব উত্তর দেন সমঝদার শ্রোতার অভাব বলেই তিনি দিল্লিতে না বাজিয়ে কলকাতায় বাজান। বহু ঝড়ঝাপটা, রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেলেও কলকাতার মানুষের সাংস্কৃতিক মনন অটুট রয়েছে। এখন সময় রোদ ওঠায় যে যার নিজের বিশ্রামের কক্ষের দিকে এগিয়ে যান। লেখক উপলব্ধি করেন দুই ওস্তাদ শিল্পীর দীর্ঘ সম্পর্কের উত্তাপ।

  

ব্যাকরণ ও নির্মিতি >>। 

শব্দার্থ >>। 

• ঘোর  => গাঢ়; ঘন

• উদ্বিগ্ন  => উৎকণ্ঠিত

• নির্দিষ্ট => নির্ধারণ করা হয়েছে এমন

• নির্ধারিত => স্থির করা হয়েছে এমন

• সিকিউরিটির => নিরাপত্তা রক্ষাকারীর

ডিঙিয়ে  => পেরিয়ে

• আলাপরত => কথাবার্তায় ব্যস্ত

• লোকেশন  => স্থান

• কথোপকথন  => কথাবার্তা 

• আলাপের অংশ  => গানের সুর ভাজার অংশ

• স্মিত => নীরব হাসি

• প্রসন্ন => খুশি

• সেতার  => তিনটি প্রধান তাদের বাদ্যযন্ত্র

• মন্ত্রমুগ্ধ => সম্পূর্ণ মহিত

• মীড়  => সংগীতের এক স্বর থেকে অন্য স্বরে যাওয়ার অলংকার 

• বোল  => বাদ্যযন্ত্রের তাল

• রাগ => সংগীতের সরবিন্যাস পদ্ধতি

তাল => মাত্রা

• ইউনিভার্সিটি => বিশ্ববিদ্যালয়

• লেকচার => বক্তৃতা

• ফোকটিউন => লোকোসংগীতের সুর 

ফোক ইন্সট্রুমেন্ট  => লোকোসংগীতের সঙ্গে বাজানোর বাদ্যযন্ত্র

• বিদ্রুপ  => ঠাট্টা

• আর্টিস্ট => শিল্পী

• আদমি => লোক; মানুষ

• বে-রস => বি-রসিক 

• তালিম => ব্যবহারিক শিক্ষা

• গ্রীনরুম  => সাজঘর

• সেতারি  => যিনি সেতার বাজান

• বিলম্বে  => দেরিতে

• অপেক্ষমান => অপেক্ষা করছে এমন 


বিপরীত শব্দ >>     

• বাইরে => ভিতরে

উদ্বিগ্ন => নিরুদ্দিগ্ন

• সকাল  => সন্ধ্যে 

• বিশ্ববিখ্যাত => কুখ্যাত

পরবর্তী => অগ্রবর্তী

• খুশি => অখুশি

সামনে => পিছনে

• চকচকে => মলিন

• জটিল  =>

• সাধারণ => অসাধারণ

নামজাদা => অনামী

ফিরছেন => যাচ্ছেন


বাক্য রচনা >>  

• কথোপকথন => আমাদের পরিবেশকে পরিষ্কার রাখা প্রধান উচিত।

• মন্ত্রমুগ্ধ => সুগত বাবুর বক্তৃতা মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম।

ডিঙ্গিয়ে => ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া উচিত নয়।

সাধারন => তিনি সাধারন জীবন যাপন করেন

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর >>

প্রশ্ন  দুই গুণী শিল্পীর কোথায় আলাপ হয়েছিল ?

উত্তর>  দিল্লির পালা বিমানবন্দরে দুই গুণী শিল্পীর আলাপ হয়েছিল

প্রশ্ন  ‘আলাপ পাঠ্যাংশের লেখক এর নাম কি ? 

উত্তর>  প্রখ্যাত কবি ও চিত্র পরিচালক পূর্ণেন্দু পাত্রী হলেন আলাপ পর্ট্যাংশের লেখক

প্রশ্ন  ‘আলাপপাঠ্যাংশের উল্লিখিত দুজন বিশ্ব বিখ্যাত ব্যক্তির নাম কি ?

উত্তর> একজন বিশ্ব বিখ্যাত সেতার বাদক ওস্তাদ বিলায়েত খাঁ এবং অপরজন বিশ্ব বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়

প্রশ্ন  বিখ্যাত ব্যক্তি দুজন কোথায় যাবেন বলে পালাম বিমানবন্দরে অপেক্ষা করছিলেন ?

উত্তর>  দুজনেই কলকাতা যাবেন বলে পালাম বিমানবন্দরে অপেক্ষা করছিলেন

প্রশ্ন  পালাম বিমানবন্দরের বর্তমান নাম কি ?

উত্তর> লাম বিমানবন্দরের বর্তমান নাম হলো - ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর

প্রশ্ন বাংলার যে বিখ্যাত তবলাবাদকের কথা আলাপ পাঠ্যাংশে রয়েছে তাঁর নাম কি ?

উত্তর> বাংলার যে বিখ্যাত তবলাবাদকের কথা আলাপেপাঠ্যাংশে রয়েছে তাঁর নাম হল শ্রী জ্ঞানপ্রকাশ ঘোষ


  https://t.me/eparasona

https://www.facebook.com/eparasona/


Post a Comment

0 Comments