সবুজ জামা । বীরেন্দ্র চট্টোপাধ্যায় । আলোচনা । প্রশ্ন উত্তর । Sabuj Jama by Birendra Chattopadhyay । class 8 । সহায়িকা বিষয়সংক্ষেপ । বিষয়বস্তু । অষ্টম শ্রেণি ।
নামকরণ >>।
সাহিত্যে নামকরণের বিশেষ গুরুত্ব রয়েছে। শিরোনামের মধ্য দিয়েই বিষয় বস্তুর সম্বন্ধে একটা ধারনা লাভ করা যায়। ‘সবুজ জামা’ কবিতাটি একটি নতুন ধারার কবিতা। ছোটো ছেলে তোতাই প্রকৃতির নিজের শিক্ষায় প্রকৃতির মাঝে বেড়ে উঠতে চায়। পুঁথিগত শিক্ষা তার পছন্দ নয়। সবুজ জামা গায়ে দিয়ে তোতাই গাছের মতোই সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চায়। সবুজ রং শুধু প্রকৃতির নয়, প্রাণেরও পরিচায়ক। দাদুর মত চশমা কৃত্রিমতায় ভরা পৃথিবীকে দেখতে চায় না সে। কৃত্রিম মুখোশ খুলে ফেলে প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারলে প্রকৃতির মতো মানুষও হয়ে উঠবে সৃজনশীল। আনন্দে ভরে উঠবে জীবন। কবিতায় তোতাই -এর যেতে চাওয়ার ইচ্ছার কারণেই সবুজ জামা শিরোনামটি সার্থক ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
সারসংক্ষেপ >>
ছোট্ট ছেলে তোতাই সবুজ জামা পরে গাছ হতে চায়। সে স্কুলে যেতে চায় না। গাছেদের এক পায়ে দাঁড়ানোর মতো খেলায় মেতে উঠতে চায় সে। তার দাদু চশমা না পরে সবুজকেও ঠিকঠাক দেখতে পায় না বলে ততাইয়ের আক্ষেপ রয়েছে। সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতিরা এসে ভিড় জমাবে, নানা রঙের ফুল ঝরে পরবে। ছোট্ট তোতাইয়ের ইচ্ছার মধ্য দিয়ে কবি সবুজ গাছ পালার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
ব্যাকরণ ও নির্মিতি >>।
শব্দার্থ >>।
॥• গাছ => উদ্ভিদ
॥• সবুজ => এক ধরনের রং
॥• বাবু => স্নেহের ডাক
॥• অ - আ - ক - খ => বর্ণমালা
॥• চশমা => চোখের দৃষ্টি খারাপ হলে দেখতে সাহায্য করে এমন জিনিস
॥• প্রজাপতি => রংবেরঙের এক পতঙ্গ
॥• টুপ => পড়ে যাওয়ার মৃদু শব্দ
বিপরীত শব্দ
॥• যাবি => আসবি
॥• দাঁড়িয়ে => বসে
॥• নিজের => পরের
বাক্য রচনা
॥• গাছ => গাছ আমাদের খুব ভালো বন্ধু।
॥• সবুজ => সবুজ প্রকৃতি খুবই মনোরম।
॥• চশমা => চশমা ছাড়া সে কিছুই দেখতে পায় না।
॥• প্রজাপতি = প্রজাপতি একটি সুন্দর পতঙ্গ।
॥• দাঁড়িয়ে => লাইনে দাঁড়িয়ে থেকে পা ব্যাথা হয়ে গেল।
নির্দেশ অনুসারে উত্তর দাও
প্রশ্ন॥ ‘ইস্কুল’ শব্দটির ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা লেখ এবং একই রকম আরও দুটি শব্দ লেখো।
উত্তর ॥> স্কুল শব্দটির উচ্চারণের সময় শুরুতে ‘ই’ ধ্বনির আগমন ঘটায় তা ‘ইস্কুল’- এ পরিণত হয়েছে। তাই এখানে আদিস্বরাগম ঘতেছে। যেমন – স্কুল > ইস্কুল
॥> এরকম আরও দুটি উদাহরণ হল – স্পর্ধা > আস্পর্ধা, ষ্টেশন > ইস্টিশন
প্রশ্ন॥ ‘চোখ’ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যাবহার করে অন্তত তিনটি বাক্য লেখো।
উত্তর ॥>
॥> চোখ (চক্ষু) ॥- চোখ থাকতে চোখের যত্ন নেওয়া উচিত।
॥> চোখ (নজর) ॥- তার ওপর চোখ রাখা দরকার।
॥> চোখ (পছন্দ) ॥- তাকে কোন চোখে তুমি দেখো ?
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন॥ বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ?
উত্তর ॥> বীরেন্দ্র চট্টোপাধ্যায় ১৯২০ সালে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন॥ তাঁর রচিত দুটি কাব্য গ্রন্থের নাম লেখো ?
উত্তর ॥> তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থ হল ‘গ্রহচ্যুত’ এবং ‘লখিন্দর’ ।
প্রশ্ন॥ তোতাই বাবুর সবুজ জামা চাই কেন ?
উত্তর ॥> গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে ওঠার জন্য তোতাই বাবুর সবুজ জামা চাই।
প্রশ্ন॥ সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে ?
উত্তর ॥> সবুজ গাছেরা প্রজাপতি, মৌমাছির মতো পতঙ্গদের পছন্দ করে।
প্রশ্ন॥ সবুজ জামা আসলে কি ?
উত্তর ॥> গাছেদের সবুজ জামা হল তাদের সবুজ পাতা যা তাদের জীবন ধারনে সাহায্য করে, তেমনই তোতাই বাবুর সবুজ জামা হল তার প্রাণশক্তির প্রতীক।
প্রশ্ন॥ “ এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেল” – এখানে কোন খেলার কথা বলা হয়েছে ?
উত্তর ॥> গাছেদের এক পায়ে দাঁড়িয়ে থাকাকে ছোটদের এক্কাদোক্কা খেলার সাথে তুলনা করা হয়েছে।
প্রশ্ন॥ তোতাই বাবু সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে ?
উত্তর ॥> তোতাই বাবু সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে।
প্রশ্ন॥ “ দাদু যেন কেমন, চশমা ছাড়া দেখে না” - এই পঙক্তির মধ্যে ‘যেন’ শব্দটি ব্যাবহার হয়েছে কেন ? এই রকম আর কী কী শব্দ দিয়ে একই কাজ করা যায় ?
উত্তর ॥> তুলনামূলক অব্যয় হিসাবে ‘যেন’ ব্যাবহার করা হয়েছে। একানে ‘যেন’ ব্যাবহার করে কবি বোঝাতে চেয়েছেন যে দাদুর মতো চশমা-পরা মানুষেরা কোনও কিছুকেই সহজ ও স্বাভাবিক ভাবে গ্রহণ করতে পারে না।
‘যেন’ – ছাড়াও ‘ন্যায়’ বা ‘মতো’ ব্যাবহার করে একই কাজ করা হয়।
প্রশ্ন॥ ‘সবুজ জামা’ কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কী বলতে চাইছেন তা নিজের ভাষায় লেখ ?
উত্তর ॥> তোতাই বাবু সবুজ জামা পড়লে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পরবে।
প্রশ্ন॥ তোতাই বাবু সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে ?
উত্তর ॥> ‘সবুজ জামা’ কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি মানুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য বন্ধনের কথাটি স্মরণ করিয়ে দিতে চেয়েছেন। তোতাইয়ের সবুজ জামা পরা অর্থাৎ সবুজ গাছ লাগানোর মাধ্যমে পৃথিবীকে কবি আরও প্রাণবন্ত ও দূষণ মুক্ত করতে চেয়েছেন। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক যত নিবিড় ও প্রাণবন্ত হয়ে উঠবে পৃথিবীও সেইসঙ্গে নতুন প্রজন্মের মানুষ তত সজীব, সরস এবং দূষণ মুক্ত ভাবে বেড়ে উঠবে।
0 Comments