গাঁয়ের বধূ । সলিল চৌধুরী । সারসংক্ষেপ । প্রশ্ন উত্তর । ব্যাকরণ ।

 গাঁয়ের বধূ সলিল চৌধুরী আলোচনা । প্রশ্ন উত্তর । Ganyer Bodhu by Salil Choudhury  class 8  সহায়িকা বিষয়সংক্ষেপ । বিষয়বস্তু  অষ্টম শ্রেণি

Ganyer Bodhu by Salil Choudhury

গীতিকার পরিচিতি ।।
১৯২২ খ্রিস্টাব্দের ১৯ নভেম্বর বর্তমান দক্ষিণ ২৪ পরগনা জেলার হরিনাভি গ্রামে সলিল চৌধুরীর জন্ম হয়তাঁর ছেলেবেলা কেটেছে আসামের চা বাগান এলাকায়হরিনাভি ডিভিএএস হাইস্কুলে পড়াশোনা করার পর তিনি বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক হন  এই সময় তিনি গণনাট্য সংঘে যোগ দেনবহু রাজনৈতিক আন্দোলন ও ঘটনায় উদ্বুদ্ধ হয়ে তিনি বহু গান রচনা করেন'বিচারপতি তোমার বিচার' এবং 'ঢেউ উঠেছে, কারা টুটছে' গান দুটি তিনি রচনা করেন যথাক্রমে আজাদহিন্দ ফৌজের বিচার উপলক্ষে এবং নৌবিদ্রোহের সমর্থনেকবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় সুর দিয়ে সৃষ্টি করলেন রানার', অবাক পৃথিবীএই অসামান্য গান দুটিপাঠ্যাংশের কোনো এক গাঁয়ের বধূ' গানটি তাঁর উল্লেখযোগ্য গানগুলির অন্যতম তিনি বাংলা, হিন্দি ও কন্নড় সিনেমার জন্য বহু গান লিখেছেন, সুরও দিয়েছেন১৯৯৫ খ্রিস্টাব্দের ৫ সেপ্টেম্বর এই মহান শিল্পী পরলোক গমন করেন

নামকরণ ।।
প্রখ্যাত গীতিকার ও সুরকার সলিল চৌধুরী রচিত পাঠ্যাংশের গানটির নামকরণ করা হয়েছে 'গাঁয়ের বধূ"গানটির কাহিনি বিশ্লেষণ করলে দেখা যায়, কোনো গাঁয়ের এক বধূর আনন্দপূর্ণ উচ্ছল জীবনে হঠাৎ নেমে আসে শ্মশানের নীরবতাসেই গ্রাম্যবধূর আগেকার জীবন কীভাবে কাটত, তাদের বিবাহিত জীবন কীরকম মধুময় ছিল সে সম্পর্কে গীতিকার বিস্তারিত বিবরণ দিয়েছেনতারপর গ্রামে নেমে এল মৃত্যু দেবতার অভিশাপ | কুটিল শোষকদের শোষণ, অত্যাচার আর নিপীড়নে গ্রামের সুমধুর পরিবেশ দুর্বিষহ হয়ে উঠলগ্রাম্য বধূটির জীবনেও ঘটল ছন্দপতনগানের বিষয়বস্তু গ্রামের বধূটির জীবনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তাই গাঁয়ের বধূ নামটি যথাযথ এবং উপযুক্ত বলে আমি মনে করি

 

সারসংক্ষেপ ।।

রূপকথার মোড়কে একটি জীবনের করুণ পরিণতির কাহিনি গীতিকার শুনিয়েছেন গ্রাম বাংলার কোনো এক কৃষকবধূর দাম্পত্য জীবন শুরু হয়েছিল অনেক অনেক স্বপ্নের আলো নিয়েসারাদিনের ব্যস্ততার পর একরাশ ক্লান্তি নিয়ে কৃষক ঘরে এলে কৃষকের বউ সেবাযত্ন দিয়ে ভরিয়ে দিত কৃষককেফুলে মৌমাছির গুঞ্জনে ঘুম নামত গ্রামের মানুষের চোখেবাংলার বারো মাসে তোরো পার্বণ আর নবান্নের আনন্দ উৎসবে গৃহলক্ষী পূজিতা হন বাংলার ঘরে ঘরেসেই লক্ষ্মীর সংসারেই একদিন হানা দি অনাহারদুর্ভিক্ষ, শোষণে গ্রামবাংলার জনজীবনে ধ্বংসের ছায়া নেমে এলকৃষকবধূর স্বপ্নের জীবন প্রাণশূণ্য হয়ে উঠলআজও বাংলার কোনো কোনো গ্রামে ভাঙা কুটিরের সারি রয়েছেআর সেই কৃষকজীবনের আশা ও স্বপ্নের সমাধি বহন করে চলেছে 

ব্যাকরণ ও নির্মিতি >>।  

শব্দার্থ >>। 

 গাঁয়ের  => গ্রামের

 বধূর  => বউ-এর

 রূপকথা  => অলৌকিক অবাস্তব গল্প

 মধুমাস  => বসন্ত ঋতুর চৈত্র মাস

কুসুম  => ফুল

শ্যামল  => সবুজ

 স্বপ্ন  => (এখানে) সাধ;

 আশা  => আকাঙ্ক্ষা

দিবা শেষে  => দিনের শেষে সন্ধেবেলা

ইশারা  => ইঙ্গিত

কিষাণ => কৃষক; চাষি

 পিঁড়ি  => চৌকি; কাঠের তৈরি আসন

উজাড়  => খালি

কিষাণী  => কৃষক বধূ: চাষির বউ

ঘুঘু  => পায়রা জাতীয় এক ধরনের পাখি

 প্রান্তজনে  => ক্লান্ত মানুষকে

 হাতছানিতে  => হাতের ইশারায়

সোহাগ  => পরম আদর; খুব ভালোবাসা

 নীল শালুকে  => নীল রঙের শালুক ফুলে

 ফানুস  => গরম বাতাস ভরা কাগজের

 বেলুন বাসে  => সুগন্ধে  

 পাবন  => উৎসব; পার্বণ

গোলা  => শস্য জমা করে রাখার জায়গা

শমন  => যম

ডাকিনী, যোগিনী, নাগিনী, পিশাচ  => কবিতায় নিষ্ঠুর মানুষ অর্থে শব্দগুলি ব্যবহৃত হয়েছে

 কুটিল  => কুচক্রী ব্যক্তি

শোষণের যন্ত্রে  => শাসকের শোষণে

 মরুর রসনা => সর্বগ্রাসী লোড

নিশিগন্ধা  => রজনীগন্ধা ফুল

 মধুছন্দা => ছন্দবদ্ধ মধুর জীবন

 সোনাভরা প্রান্তর  => সোনালি ধানে ভরতি মাঠ অন্তর মন; হৃদয়

পাষাণ  => পাথর

সারি  => শ্রেণি

সমাধি => গোরস্থান; কবরস্থান

বিপরীত শব্দ
আশা => নিরাশা

স্বপন  => বাস্তব

 সুন্দরী  => কুতসি

 কুটিল  => সরল

 ফোটা  =>  না-ফোটা

 উজাড়  => ভরতি

 কুটির  => প্রাসাদ

বাক্যরচনা
 রূপকথা => রূপকথা আর বাস্তব এক নয়

সারি  => পূব আকাশে বকের সারি উড়ে চলেছে

কুচিল => শম্পা খুবই কুটিল স্বভাবের মেয়ে

 পাকা  => গ্রামের পাকা বাড়ির সংখ্যা খুবই কম

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ।।
প্রশ্ন 'সবখানি মন উজাড় করে দিত তারে'–কে কাকে মন উজাড় করে দিত?
উত্তর ॥> গ্রামের এক কৃষক বধূ তার কৃষক স্বামীর কাছে মন উজাড় করে দিত। 


প্রশ্ন 'রূপকথা নয় সে নয়'— গীতিকার কোটিকে রূপকথা নয় বলেছেন ?
উত্তর ॥> কোনো এক গ্রাম্য বধূর জীবনকাহিনি যা গীতিকার শোনাতে চেয়েছেন, তা রূপকথা ছিল না, ছিল বাস্তব । 


প্রশ্ন 'সেই কাহিনি শোনাই শোনো' – গীতিকার কোন্ কাহিনি শুনিয়েছেন ?
উত্তর ॥> গীতিকার এক চাষিবউয়ের জীবনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এবং সেই স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ভঙ্গের করুণ কাহিনি শ্রোতাদের শুনিয়েছেন


প্রশ্ন মরুর রসনা এল রে'—গীতিকার এর দ্বারা কী বোঝাতে চেয়েছেন ?

উত্তর ॥> মরুভূমি যেমন সমস্ত রস শুষে নেয় নিমেষে তেমনি সুজলা সুফলা গ্রামবাংলার সমস্ত রস শুষে নিল মরুভূমিরূপী শাসক ও শোষক দল

প্রশ্ন ব্যথার পাষাণ আমি বহিরেকে কার ব্যথার পাষাণ' বয়ে বেড়াচ্ছে?
উত্তর ॥> গীতিকার সলিল চৌধুরী একদা সুখী এক কৃষক আশাভঙ্গের এবং দুঃখ-যন্ত্রণার দুঃসহ ভার বয়ে বেড়াচ্ছেন

।। সঠিক উত্তরটি নির্বাচন করো ।।
প্রশ্ন নীল শালুকে (ঝুলন/দোলন/বেলন) দিয়ে রং ফানুসে ভেসে
উত্তর ॥> দোলন

প্রশ্ন গাঁয়ের বধূর (শাঁখার / হাঁক/শাঁখের) ডাকে লক্ষ্মী এসে ভরে দিত
উত্তর ॥> শাঁখের

প্রশ্ন দিবাশেষে (কিষাণী/কিষাণ/কৃষক) যখন আসত ফিরে

উত্তর ॥> কিষাণ 

  https://t.me/eparasona

 https://www.facebook.com/eparasona/

Post a Comment

0 Comments