Article | Definite Article and Indefinite Article
Article | Definite Article | Indefinite Article | Article A, An, The
Article | How to use articles(a/an/the) | Use of articles with examples | Types of Articles | Article definition and examples | Definition of articles | Definite articles | Indefinite articles|
A, An ও The – এই Word তিনটিকে ইংরাজীতে Article বলে।
Article কে দু'ভাগে ভাগ করা হয়। যথা ----
(1) Indefinite বা অনির্দিষ্ট = A, An
(2) Definite বা নির্দিষ্ট - The
1. Uses of 'A'
'A' ব্যবহৃত হয় :-
(a) কোন Word
এর প্রথম অক্ষরটি Consonant হলে ।
A man (একজন মানুষ )
A book (একটি বই)
A girl (একজন বালিকা)
A chair (একটি চেয়ার)
(b) কোন Word এর প্রথম অক্ষরটি Vowel এর উচ্চারণ 'ইউ' এর মত হলে।
A union (ইউনিয়ন) --- একটি সমিতি
A european (ইউরোপিয়ান) ---- একজন ইউরোপবাসী
A University (ইউনিভারসিটি) ---- একটি বিশ্ববিদ্যালয়
A cwe (ইউ) ---- একটি ভেড়ি
A useful Thing ---- একটি প্রয়োজনীয় বস্তু
(c) '0' এর উচ্চারণ 'ওয়া’ র মত হলে।
A one eyed man (ওয়ান আইড ম্যান)---- এক চোখা লোক
A one rupee note (ওয়ান রূপি নোট)---- এক টাকার নোট
2. Uses of An
'An' ব্যবহৃত হয়
(a) কোন Word এর প্রথম অক্ষরটি Vowel বা a, e, i, o, u হলে।
An apple ---- একটি আপেল
An egg ----- একটি ডিম
An inkpo ---- একটি দোয়াত
An ox ---- একটি ষাঁড়
An ant ---- একটি পিঁপড়ে
An owl ---- একটি পেঁচা
An eye ---- একটি চোখ
An orange ---- একটি কমলা লেবু
An Elephant ---- একটি হাতি
An Umbrella ---- একটি ছাতা
An Indian ---- একজন ভারতীয়
An honest man (অনেস্ট ম্যান)---- একজন সৎলোক
An M.A. ---- একজন এম.এ পাশ
An hour (আওয়ার) ---- একঘন্টা
An M.B.B.S. ---- একজন এম.বি.বি.এস ডাক্তার
3. Uses of 'The'
'The' - ব্যবহৃত হয় :-
(b) কোন Word এর প্রথম অক্ষর Consonant কিন্তু উচ্চারণ Vowel এর মত হলে -
(a) নির্দিষ্ট কোন প্রাণী বা বস্তু বোঝাতে ।
The boy ---- ছেলেটি
The pen ---- কলমটি
(b) জাতি বা শ্রেণী বোঝাতে ।
The cow ---- গো জাতি
The book ---- পুস্তকটি
The poor ---- গরীব শ্রেণী
The Hindus ---- হিন্দু জাতি
The Muslims ---- মুসলিম জাতি
(c) সংবাদ পত্র, ধর্মীয়পুস্তক, নদী, পর্বত, মহাসাগর বোঝাতে।
The Ananda Bazar Patrika ---- আনন্দবাজার পত্রিকা
The Ramayana ---- রামায়ণ
The Ganges ---- গঙ্গানদী
The Himalaya ---- হিমালয় পর্বত শ্রেণী
The Indian Ocean ---- ভারত মহাসাগর
(d) কেবলমাত্র একটিই আছে, তার আগে।
The Sun ---- সূর্য
The Moon ---- চন্দ্ৰ
The Earth ---- পৃথিবী
The girl ---- বালিকাটি
The Sky ---- আকাশ
Do Practice these Questions and Answers yourself. You will definitely score an excellent result.
This is an educational tutorial Website. On this Website, We write blogs that help students to gain information about different subjects. So, everyone and of course, all the students who want to enhance their knowledge must subscribe to this Website to keep in touch with this Online Knowledge Hub.
0 Comments