মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর ফলপ্রকাশ । জুন মাসে । জানিয়ে দিল শিক্ষা সংসদ ।

 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর ফলপ্রকাশ জুন মাসে, জানিয়ে দিল শিক্ষা সংসদ । Secondary and Higher Secondary Result Important Update

Secondary and Higher Secondary Result

ছাত্রজীবনের দুটো বড় পরীক্ষা হলো মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষাএই বছর মাধ্যমিক পরীক্ষা আগের মতো নিয়মানুসারেই হয়েছিল এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা এই প্রথম বার হোম সেন্টার অর্থাৎ নিজের স্কুলে হয়েছিলসেকারনে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিশেষ নজর থাকছে (Secondary and Higher Secondary Result Important Update)। 

চলতি বছরে মার্চ থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় এবং ১৬ মার্চ শেষ হয়অন্যদিকে রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় রা এপ্রিল এবং শেষ হয় ২৭ এপ্রিলএবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১১ লক্ষ ১৯ হাজারউচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ছিল লক্ষ ৪৫ হাজারেরও বেশিপরীক্ষা শেষ হবার পরই ছাত্র/ছাত্রী অভিভাবক অবিভাবিকাদের মধ্যে কৌতুহল প্রকাশ পায় কবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবেপরীক্ষার ফল প্রকাশ নিয়ে অনেক সম্ভাব্য তারিখ এর আগে সামনে এসেছেতবে কোনোটিই সফল হয়নি । 

এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে এক গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সামনে এসেছে২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল জুন মাসের প্রথমার্ধে এবং উচ্চমাধ্যমিকের রেজাল্ট জুন মাসের দ্বিতীয়ার্ধে প্রকাশ হতে চলেছেএমনটাই জানিয়েছেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদতবে এখনও নির্দিষ্ট কোনও দিন ঘোষণা করা হয়নি


  https://t.me/eparasona

https://www.facebook.com/eparasona/

Post a Comment

0 Comments